সিলেট ২৮শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২০
জগন্নাথপুর প্রতিনিধি
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশে উন্নয়নের গণজোয়ার সৃষ্টি হয়েছে। সিলেট বিভাগের প্রতি প্রধানমন্ত্রীর সুদৃষ্টি রয়েছে। এর মধ্যে সুনামগঞ্জসহ দেশের হাওরাঞ্চলের মানুষের প্রতি প্রধানমন্ত্রী আন্তরিক। সিলেট বিভাগের বৃহৎ সেতু রাণীগঞ্জ সেতু উন্নয়নের রোল মডেল হবে। মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। তাঁর সুনির্দিষ্ট চিন্তা ধারায় দেশ আজ মধ্যমায়ের দেশ হিসেবে সারা বিশ্বে পরিচয় লাভ করেছে। বিশ্বের দরবারে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়াতে পারছে। বহির্বিশ্বে এখন এমন কোনো দেশ পাওয়া যাবে না, যেখানে বাংলাদেশের সুনাম পৌছায়নি। করোনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, করোনা মোকাবেলায় এশিয়া মহাদেশের মাঝে শীর্ষে রয়েছে বাংলাদেশ। এটি শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমের ফসল। দ্বিতীয় ওয়েভে করোনা মোকাবেলায়ও সরকার প্রস্তুত রয়েছে। তিনি বলেন, রাণীগঞ্জ সেতু আমাদের দ্বীতীয় পদ্মা সেতু।
শুক্রবার জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন ও সিলেট বিভাগের বৃহৎ রাণীগঞ্জ সেতুর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন উপলক্ষে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
৬নং রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজি সুন্দর আলী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ছদরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ সভাপতি আব্দুল কাইয়ু মোশাহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা যুবলীগের সভাপতি মো. কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, রাণীগঞ্জ ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান শহিদুল ইদসলাম রানা প্রমূখ।
এসময় জগন্নাথপুর পৌরসভার চেয়ারম্যান মিজানুর রশীদ ভ‚ইয়া, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য মাহতাব উল হাসান সমুজ, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ঈমানী, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাশিম, পাইলগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলুছ মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভ‚ইয়া, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালেহ আহমদ ছোট মিয়া, সাধারণ সম্পাদক সাবের কামালী, পাইলগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সত্তার সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উকপস্থিত ছিলেন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি