দুর্ঘটনায় ৭ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৮

সোনালী সিলেট ডেস্ক ::: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি কয়লা খনিতে দুর্ঘটনায় সাত শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার বিকালে শংছি শহরের ফেংচুন কয়লা খনির ভূগর্ভস্থ পরিবহন দুর্ঘটনায় আরও তিন শ্রমিক আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, এ দুর্ঘটনার পর খনি কর্তৃপক্ষ শংছি এনার্জি গ্রুপ তাদের সব কয়লা খনির কার্যক্রম স্থগিত রেখেছে।

অক্টোবর থেকে জুন পর্যন্ত খনিগুলোর নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নের জন্য চীনের কয়লা খনি নিরাপত্তা নজরদারি কর্তৃপক্ষ পরিদর্শনের কার্যক্রম শুরু করেছে। অক্টোবরে শানডং প্রদেশের একটি কয়লা খনিতে দুর্ঘটনায় আট ব্যক্তি নিহত হওয়ার পর এই পরিদর্শন শুরু করা হয়।

এই পরিদর্শনকালে নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষার জন্য ৪১টি কয়লা খনির কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল কর্তৃপক্ষ।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম