সিলেট ১৭ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ | ৫ই রমজান, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২০
বন্দরবাজার-জিন্দাবাজার-চৌহাট্টা সড়কে রিকশা ও ভ্যান চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ। শুক্রবার (১৮ ডিসেম্বর) এক বিবৃতিতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর প্রতি এ আহ্বান জানিয়েছেন বাসদের সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফর।
বিবৃতিতে আবু জাফর বলেন, সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক আগামী ১ জানুয়ারি থেকে সড়কের সৌন্দর্যবর্ধনের নামে কিছু সংখ্যক মোটরযান নির্বিঘ্নে চলাচলের স্বার্থে বন্দর-চৌহাট্টা সড়কে রিকশা, ভ্যান চলাচল বন্ধের সিদ্ধান্ত জনস্বার্থ পরিপন্থী। করোনায় বিপর্যস্ত শ্রমজীবীরা। রিকশা, ভ্যান চালিয়ে কোনোমতে জীবিকা নির্বাহ করে এসব শ্রমজীবীদের একটি অংশ। রিকশা, ভ্যান চলাচল বন্ধ হওয়ার ফলে শ্রমিকদের আয় কমে যাবে, অনেক শ্রমিক বেকার হয়ে যাবে, যা অমানবিক।
তিনি বলেন, বন্দরবাজার-চৌহাট্টা সড়কে অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে কোমলমতি ছাত্র-ছাত্রীদের যাতায়াতের প্রধান বাহন রিকশা। ফলে রিকশা চলাচল বন্ধ হওয়ার ফলে ভোগান্তিতে পড়বে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। নগরের প্রাণকেন্দ্র বন্দর-চৌহাট্টা। এই সড়কে রিকশা, ভ্যান চলাচল বন্ধ হওয়ার ফলে ক্ষতির সম্মুখীন হবেন ছোট, মাঝারি, বিপনিবিতানের ব্যবসায়ীরা। এমনিতেই এসব ব্যবসায়ী করোনাকালীন ক্ষতি কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছেন।
বিবৃতিতে আবু জাফর আরও বলেন, আমরা উন্নয়ন বা সৌন্দর্য চাই, তবে তা শ্রমজীবী মানুষের আহার কেড়ে নয়। আমরা উন্নয়ন বা সৌন্দর্য চাই, তবে তা ছোট-মাঝারি ব্যবসায়ীদের ক্ষতি করে নয়। আমরা উন্নয়ন বা সৌন্দর্য চাই, তবে তা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীর স্বাভাবিক চলাচল বিঘ্ন করে নয়। আমরা উন্নয়ন বা সৌন্দর্য চাই, তবে তা মরণফাঁদে শিক্ষক আব্দুল বাসিত মোহাম্মদের মৃত্যুর মধ্য দিয়ে নয়। বিজ্ঞপ্তি
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি