সিলেট ২০শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৭ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০
হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জ জেলার বিভিন্ন সড়কে যানজট নিরসন, অবৈধ যানবাহন চলাচল এবং সড়ক মহাসড়কে সিএনজিচালিত অটোরিক্সা ও ব্যাটারি চালিত ইজিবাইকের বিরুদ্ধে অভিযানে নেমেছে পুলিশ।
এ অভিযানে গত ৬ দিনে জেলায় ৯ শতাধিক অবৈধ যানবাহনের বিরুদ্ধে মামলা দেয়া হয়। শনিবার হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্যা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত জেলার সকল থানার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে সিএনজি অটোরিক্সা, ব্যাটারি চালিত ইজিবাইক, মোটর সাইকেলসহ বিভিন্ন অবৈধ যানবাহনকে আটক করে মামলা ও জরিমানা করা হয়েছে।
এর মধ্যে ১৮১টি সিএনজি অটোরিক্সা, ১৫৫টি ইজিবাইক (টমটম), ৭১টি ব্যাটারি চালিত অটোরিক্সা ও ৯২টি কাগজবিহীন মোটরসাইকেলসহ মোট ৫শ’ যানবাহনকে আটক করা হয়।
এছাড়াও ১৭৫টি সিএনজি অটোরিক্সা, ৮০টি ইজিবাইক (টমটম), ৩৬টি ব্যাটারি চালিত অটোরিক্সা ও ১০২টি মোটরসাইকেলসহ মোট ৩৯৩টি যানবাহনের বিরুদ্ধে মোটর আইনে মামলা করা হয়েছে।
এ সময় এ অভিযান অব্যহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি