সিলেট ২০শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৭ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০
ফাইল ছবি
হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের বানিয়াচংয়ে তরুণী ধর্ষণ মামলায় সাইফুল মিয়া (২২) নামের এক যুবককে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সুদিপ্ত দাশের আদালতে হাজির হলে আদালত শুনানি শেষে সাইফুলকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আসামি সাইফুল মিয়া উপজেলার গরীব হোসেন মহল্লার সিরাজ মিয়ার ছেলে। তাকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের কোর্ট ইন্সপেক্টর আল-আমিন হোসেন।
তিনি জানান, বানিয়াচং উপজেলার রুঘু চৌধুরীপাড়া এলাকার এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সাইফুলের বিরুদ্ধে বানিয়াচং থানায় প্রায় ৫ মাস পূর্বে একটি মামলা দায়ের করা হয়। মামলার বাদী ভিকটিমের ভাই রায়হান মিয়া। মামলার পর থেকে আসামি সাইফুল পলাতক ছিল। সোমবার দুপুরে সে আদালতে হাজির হলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে বিকেলে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি