সিলেট ৪ঠা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ২০শে রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০
মৌলভীবাজার সংবাদদাতা
বিভিন্ন অনিয়মের দায়ে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৪টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (১৬ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে জুড়ীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রতিষ্ঠানগুলোতে নোংরা পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাদ্য পণ্য সংরক্ষণ করা, মিষ্টির উপরে পোকা পড়ে থাকা, রাস্তার পাশে খোলা অবস্থায় খাদ্য পণ্য রেখে বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয় করা এবং তা সংরক্ষণ করা, ওষুধ প্রশাসন অধিদপ্তরের নির্দেশ না মেনে হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রে বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়।
পরে জুড়ী উপজেলা চত্বরে অবস্থিত পাঁচতারা রেস্টুরেন্টকে ৪ হাজার টাকা, চৌমুহনীতে অবস্থিত শাহী রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিটকে ৫ হাজার টাকা, পোস্ট অফিস রোডে অবস্থিত সেন্ট্রাল ফার্মেসীকে ৪ হাজার টাকা, জনতা মেডিকেল কর্নারকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
জেলা ভোক্তা অধিকার অফিসের সহকারী পরিচালক মো আল আমিন বলেন, পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাঁচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে আমরা এই অভিযান পরিচালনা করেছি। ভোগ্য পণ্যসামগ্রীর দাম যেন কেউ অনৈতিকভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড স্যানিটাইজার ও নিম্ন মানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে, সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি