“সিলেটে রোটারী ও রোটার্যাক্ট ক্লাবের যৌথ উদ্যােগে শীতবস্ত্র বিতরণ”
প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৮
অপু আহমদ রাজু :শুক্রবার বিকাল ৩ টায় সিলেটের শাহ জালাল উপশহরের তেররতন এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মহান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রোটারী ক্লাব অব জালালাবাদ এবং রোটার্যাক্ট ক্লাব অব সিলেট এম.সি কলেজ এর যৌথ উদ্যােগে দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
রোটার্যাক্ট ক্লাব অব সিলেট এমসি কলেজ এর সভাপতি রোটার্যাক্টর আমিনুল ইসলাম এর পরিচালনায় সভাপতিত্ব করেন রোটাঃ মোঃ হাবিব আল নূর। এ সময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ডিস্টিক ৩২৮২,বাংলাদেশ এর গভর্নর দিল নাশিন মোহসিন,বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ইন্টারন্যাশন্যাল এর প্রতিনিধি পিডিজি ডাঃ মঞ্জুরুল হক চৌধুরী আরও উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব জালাবাদের সদ্য সাবেক সভাপতি রোটাঃ হানিফ মোহাম্মদ, রোটাঃ মাহবুব আলম মিলন,রোটাঃ তানভীর আহমদ চৌধুরী, রোটাঃ শাহ জাহান সেলিম,রোটাঃ আকতার আহমদ,রোটাঃ মোঃ হাবিব আল নূর আরও উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ডিস্টিক ৩২৮২,বাংলাদেশ এর সাবেক ডিস্টিক সেক্রেটারি সাবেক রোঃ রফিকুল আলম রফিক, সাবেক সভাপতি রোঃ সাইদুল করিম রেজা, এ্যাডিশনাল ডিস্টিক রোটার্যাক্ট রিপ্রেজেনটেটিভ রোঃ কৃপালি চৌধুরী রাহুল,ডিস্টিক রোটার্যাক্ট সেক্রেটারি রোঃ আব্দুল আহাদ,ডিস্টিক কর্ডিনেটর রোঃ মাইনউদ্দিন মামুন, কুমিল্লা সিটির সাবেক সভাপতি রোঃ আয়েশা আক্তার,সদ্য সাবেক সভাপতি রোঃ রুহুল আমীন,সিলেট নিউ সিটির সভাপতি রোঃ শাহান, ক্লাব সেক্রেটারি রোটাঃ দেলোয়ার হোসাইন,রোঃ লোকমান হোসাইন, রোঃ আব্দুর রহমান তুহিন,রোঃ আব্দুল মোমিন,রোঃ আলাউর রহমান,রোঃ হাফিজ আহমদ সুজন,রোঃ আব্দুল আজিজ,রোঃ মাহমুদুল হাসান প্রমুখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রোটারী ডিস্টিক ৩২৮২ এর গভনর্র বলেন, বিজয়ের মাসে দেশের প্রতি শহীদের আত্মত্যাগের মহিমায় উৎসাহিত হয়ে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো উচিত। তাই আমরা আমাদের সংগঠনের তরফ থেকে শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করছি।
শিক্ষার জন্য মানবিকতা, মানবিকতায় সহযোগিতা এই আদর্শকে সামনে রেখে ১৯০৫ সালে প্রতিষ্ঠিত হয় রোটারী ইন্টারন্যাশনাল। সংগঠনটি আর্থিকভাবে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, আর্তদের মানবিক সহায়তাসহ শিক্ষা ও সমাজের উন্নয়নমূলক কাজ এবং বিশ্ব পলিও মুক্ত ঘোষণা করেছে ।