২৩ জুয়াড়ীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে র‌্যাব-৯

প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৮

 

১৩ ডিসেম্বর ২০১৮ ইং তারিখ রাত ১১:১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী নেতৃত্বে ও সহকারী কমিশনার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইসতিয়য়াক ইমন, সিলেট এর সমন্বয়ে এসএমপি‘র কোতয়ালী থানা এলাকায় জুয়া খেলা অপরাধে ২৩ জন জুয়ারীকে আটক করে র‌্যাব-৯ এর ভ্রাম্যমাণ আদালত। আটককৃত জুয়াড়ীদের নাম ও ঠিকানা- ১। মোঃ শওকত (২৮), পিতাঃ মোঃ ফিরোজ আলী, মাতাঃ মোছাঃ খাতুন নেছা, সাং- রগন্নাথপুর, থানাঃ দক্ষিণ সুনামগঞ্জ, জেলাঃ সুনামগঞ্জ, ২। মোঃ ইলিয়াছ আলী (২৫), পিতাঃ মোঃ মন মিয়া, মাতাঃ মোছাঃ নেহারা বেগম, সাং- উত্তর দাগা, থানাঃ নবীনগর, জেলাঃ বি-বাড়ীয়া, ৩। সুহেল আহমদ, পিতাঃ মৃতঃ আব্দুল হামিদ, সাং- গাররটিকি, থানাঃ ওসমানীনগর, জেলাঃ সিলেট, ৪। মিলন আহম্মেদ (২০), পিতাঃ উজেদ আলী, সাং-তেঘরিয়া, থানাঃ সুনামগঞ্জ সদর, জেলাঃ সুনামগঞ্জ, ৫। মোস্তফা মিয়া (২৮), পিতাঃ আবু সিদ্দিক, মাতাঃ মৃত মনোয়ারা খাতুন, সাং- মেরুয়াখলা, থানাঃ বিশ্বম্ভরপুর, জেলাঃ সুনামগঞ্জ, ৬। জমির উদ্দিন (৩২), পিতাঃ মোঃ ইনাছ আলী, সাং- রূপনগর, থানাঃ মধ্যনগর, জেলাঃ সুনামগঞ্জ, ৭। নিজাম উদ্দিন (৩৩), পিতাঃ রিফাত আলী, সাং- দোয়ারা, থানাঃ ছাতক, জেলাঃ সুনামগঞ্জ, ৮। সুমন আহমেদ (১৮), পিতাঃ ইসুব আলী, সাং- খুলিয়াপাড়া, থানাঃ কোতয়ালী, জেলাঃ সিলেট, ৯। রবিন আহমেদ (১৮), পিতাঃ ওয়াহিদ আলী, সাং- শিববাড়ী, থানাঃ দক্ষিণ সুরমা, জেলাঃ সিলেট, ১০। মনির আহমদ (১৭), পিতাঃ মতিউর রহমান, সাং- নসিমুপুর, থানাঃ নবীনগর, জেলাঃ বি-বাড়ীয়া, ১১। সজল চন্দ্র রায় (৪২), পিতাঃ মৃত সুবীর চন্দ্র রায়, সাং- অলিতপুর, থানাঃ নবীগঞ্জ, জেলাঃ হবিগঞ্জ, ১২। রাশেদ আহমেদ (১৮), পিতাঃ ছিদ্দিক মিয়া, সাং- চৌধুরী বাজার, থানাঃ কুলাউড়া, জেলাঃ মৌলভীবাজার, ১৩। সুহেল মজুমদার (২২), পিতাঃ ইমরান মজুমদার, সাং- কাজলশাহ, থানাঃ কোতয়ালী, জেলাঃ সিলেট’দেরকে ২০ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে, ১৪। অলেক হোসেন, পিতাঃ মৃত বাতির মিয়া, সাং- নশিওরপুর, থানাঃ গোলাপগঞ্জ, জেলাঃ সিলেট, ১৫। সাদিক আহমেদ (২৪), পিতাঃ ওসমান আলী, সাং- শিয়াকুব, থানাঃ শরীষাবাড়ী, জেলাঃ জামালপুর, ১৬। দ্বিপন দাস (৩০), পিতাঃ মৃত জয়ন্ত দাস, সাং- তাহির পুর, থানাঃ সুনামগঞ্জ সদর, জেলাঃ সুনামগঞ্জ’দেরকে ১৫ দিন করে বিনাশ্রম করাদন্ড প্রদান করা হয়েছে, ১৭। শ্রী দুলাল দেবনাথ (৪২), পিতাঃ মৃত নাকৃজ্ঞ দেবনাথ, সাং- ধর্মপুর, থানাঃ কমলগঞ্জ, জেলাঃ মৌলভীবাজার, ১৮। জাহাঙ্গীর আলম (৪০), পিতাঃ শিশু মিয়া, সাং- কঠালিয়া, থানাঃ নবীনগর, জেলাঃ বি-বাড়ীয়া, ১৯। সবুজ মিয়াঃ (২২), পিতাঃ মর্তুজা আলী, সাং- কাইলকাপুর, থানাঃ চুনারুঘাট, জেলাঃ হবিগঞ্জ, ২০। মোঃ হোসাইন (২৪), পিতাঃ মোঃ আবুল কালাম, সাং- সাতভাইপাড়া, থানাঃ উদসপুর, জেলাঃ নারায়ণগঞ্জ, ২১। মোঃ মর্তুজা আলী (২৩), পিতাঃ মোঃ আঃ সোবহান, সাং- মকিমপুর, থানাঃ নবীগঞ্জ, জেলাঃ হবিগঞ্জ, ২২। মোঃ ফিরোজ আলী (২৭), পিতাঃ মৃত মোঃ ছাব্বির, সাং- শেখকাট, থানাঃ কোতয়ালী, জেলাঃ সিলেট’দেরকে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে, ২৩। মোঃ সাজি আলম (১৭), পিতাঃ ফরকুল উদ্দিন, সাং- শ্রীপুর, থানাঃ তাহেরপুর, জেলাঃ সুনামগঞ্জ’কে ০৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্ত জুয়াড়ীদেরকে সিলেট জেলা কারাগারে প্রেরণ প্রেরণ করা হয়েছে। প্রেস-বিজ্ঞপ্তি ।

 

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
3Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম