সিলেট ৪ঠা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ২০শে রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২০
ধর্ষণের সর্বোচ্চ শস্তি মৃত্যুদন্ডের বিধান অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ও সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে গোলাপগঞ্জে মিছিল করেছে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ। মঙ্গলবার বিকেল ৪টায় মিছিলটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোলাপগঞ্জ চৌমুহনীতে সামাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম রাবেল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনার সরকার জনগণের সরকার। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে জনগণ উন্নয়ন, নাগরিক সুযোগ সুবিধা ও নিরাপত্তা পান। ধর্ষণের বিরুদ্ধে সর্বোচ্চ সাজার বিধান করে শেখ হাসিনা জানিয়ে দিয়েছেন কোন অন্যায়কারীর নিস্তার নেই। অপরাধ করে কেউ পার পাবে না।’
পৌর ছাত্রলীগ সভাপতি কামরান আহমদের সভাপতিত্বে ও যুবলীগ নেতা ফখরুল ইসলামের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বুধবারিবাজার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব হোসেন, সাবেক যুবলীগ নেতা এনায়েত করিম খোকন, জেলা সেচ্ছাসেবকলীগের সহ জনশক্তি কর্মসংস্থান বিষয়ক আকবর হোসেন লাভলু, জেলা ছাত্রলীগের সাবেক বিভাগীয় উপ- সসম্পাদক মনিরুল ইসলাম পিনু ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহŸাহক ফয়জুল আলম ফয়ছল, আমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরান আহমদ, বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল হানিফ খান, বাঘা ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মখছুছ আলম, বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ, আওয়ামী লীগ নেতা সুলেমান আহমদ, তুরন তালুকদার সাদেক আহমদ, হোসেন আহমদ খোকা, সাহেল আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা এ ওয়াদুদ এমাদ, রাজু আহমদ, তুহিন আহমদ, যুবলীগ নেতা হেকিম আহমদ, পৌর আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম, উপজেলা যুবলীগ নেতা মুজিব আহমদ,কবির আহমদ,বাদেপাশা যুবলীগ নেতা রুহুল আহমদ, জাকির আহমদ, বায়েছ আহমদ, পারভেজ আহমদ, মহানগর ছাত্রলীগ নেতা আজমান আহমদ, এমরান আহমদ, পৌর ছাত্রলীগ নেতা ছাত্রলীগ নেতা সাকিল হোসেন, নাজির আহমদসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি