
সোনালী সিলেট ডেস্ক ::: সিলেট ৩ আসনের মহাজোট মনোনীত প্রার্থী মাহমুদ উস সামাদ কয়েস চৌধুরী’র সমর্থনে শুক্রবার বেলা ৩ টায় ৪ নং কুচাই ইউনিয়নে নজরুল ইসলাম কামাল গ্রুপের পক্ষ থেকে নৌকা মার্কার বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়৷ মিছিলটি কুচাই বাজার থেকে শুরু হয়ে শ্রীরামপুর এসে পথ সভার মাধ্যমে শেষ হয়৷ এ সময় নৌকা মার্কার বিভিন্ন স্লোগান- স্লোগানে রাজপথ মুখরিত করেন দলের নেতা-কর্মীরা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন- মো:জুয়েল আহমদ সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সিলেট মহানগর।পরিচালনা করেন- মো: সাইদুর ইসলাম উপ: ক্রীড়া সম্পাদক দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ। পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: রুহুল আমিন চৌধুরী সহ: সভাপতি লন্ডন মহানগর আওয়ামী সেচ্ছাসেবক লীগ ৷ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন: জনাব. এমরান শিকদার ব্রিষ্টল বাথ এন্ড ওয়েস্ট আওয়ামীলীগের যুক্তরাষ্ট্র শাখার সম্মানিত সাধারন সম্পাদক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: কাহের আহমদ সাবেক যুগ্ম আহবায়ক দক্ষিণ সুরমা আওয়ামী যুবলীগ, ইকবাল হোসেন মিন্টু সভাপতি কুচাই ইউ/পি যুবলীগ, ফুকন মিয়া সহ: সভাপতি দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকলীগ, জামিল আহমদ ০৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সিলেট মহানগর। শওকত আহমদ সাবেক সাধারণ সম্পাদক ৪নং ওয়ার্ড কুচাই ইউ/পি আওয়ামীলীগ
সৌজন্যে বক্তব্য রাখেন – মো: দিলোয়ার হোসেন ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ, মো: আফসার আহমদ লিপু বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ, রাকিব আহমদ সিলেট জেলা ছাত্রলীগ নেতা, মো: আকবর আলী সভাপতি বঙ্গবন্ধু ফাউন্ডেশন ০৪ নং কুচাই ইউ পি ও দক্ষিণ সুরমা যুবলীগ নেতা, সামসুজ্জামান মাসুম সাধারন সম্পাদক বঙ্গবন্ধু ফাউন্ডেশন ০৪ নং কুচাই ইউ পি , মোহন আহমদ দক্ষিণ সুরমা সেচ্ছাসেবক লীগ নেতা, আব্দুল আলিম যুগ্ম আহবায়ক কুচাই ইউ পি শ্রমিকলীগ।