সিলেট ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ৪ঠা রমজান, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৮
সোনালী সিলেট ডেস্ক ::: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, নির্বাচনকে বানচাল করার জন্য নানা কুটকৌশল চালাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান।
আজ বৃহস্পতিবার কুষ্টিয়া সদরের নিজ নির্বাচনী এলাকা বটতৈল ইউনিয়নে নির্বাচনী পথসভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, জাতীয় ও আন্তজার্তিকভাবে কিছু রির্পোট এসেছে যে তারেক রহমান লন্ডনে বসে গভীর ষড়যন্ত্র করছে। তিনি নির্বাচনকে বানচাল করার জন্য নানা কুটকৌশল চালাচ্ছেন।
তিনি বলেন, বিএনপির গণহত্যা করার যে নীল নকশা ছিল তারই ধারাবাহিকতায় ইতিমধ্যে তারা আওয়ামী লীগের তিনজন কর্মীকে হত্যা করেছে। বিএনপির সাম্প্রতিক কর্মকান্ডগুলো নির্বাচনকে বানচাল করার গভীর ষড়যন্ত্র বলেই সন্দেহ হয়।
হানিফ বলেন, জনগণ ঐক্যবদ্ধ আছে, তারা উন্নয়নের পক্ষে। তাই জনগণ বিএনপির নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত প্রতিহত করবে।
তিনি বলেন, আওয়ামী লীগ গণমানুষের দল। বিএনপি ক্ষমতায় থেকে দেশটাকে ধ্বংশ করেছিল। সুতরাং ভোট যারা চুরি করে তাদের মাথায় ভোট চুরির চিন্তা আসে।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তার বিশ্বাস,শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, বটতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিন মন্ডলসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি