সিলেট ২৩শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২২
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেছেন, নৌকা স্বাধীনতা-উন্নয়ন ও বঙ্গবন্ধুর প্রতীক। উন্নয়নের জন্য নৌকার বিজয়ের কোন বিকল্প নেই। তাই আসন্ন বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নৌকা বিজয়ী হলে উন্নয়ন বঞ্চিত মানুষ নিজেদের কাঙ্খিত সেবা পাবেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ার ফলে আজ বাংলাদেশ বিশ্বের অনেক রাষ্ট্রের কাছে মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে।
তিনি বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে সিলেটের বিশ্বনাথে পৌর শহরের নতুন বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে ২রা নভেম্বর অনুষ্ঠিতব্য বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকার মাঝি ফারুক আহমদের সমর্থনে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলার দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাব।
বর্ধিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন।
তিনি বলেন, নিজের ব্যক্তিস্বার্থ পরিহার করে বিশ্বনাথ পৌরসভার নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। সামনে জাতীয় নির্বাচন, তাই এবারের পৌর নির্বাচনের অনেক গূরুত্ব রয়েছে। আওয়ামী লীগে প্রতিযোগীতা আছে, থাকবে। কিন্তু এটা যেনো প্রতিহিংসায় পরিণত না হয়। প্রতিহিংসাকে জাদুঘরে পাঠিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মকদ্দছ আলীর পরিচালনায় বিশেষ বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমেদ, অ্যাডভোকেট শাহ মশাহিদ আলী, বেগম নাজনীন হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, কার্যনির্বাহী সদস্য আবু হেনা মো. ফিরুজ আলী।
সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদকে আহবায়ক ও পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালালকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিস্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি