সিলেটে রেলের গোডাউন থেকে মালামাল চুরি, গ্রেপ্তার

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২২

সিলেটে রেলের গোডাউন থেকে মালামাল চুরি, গ্রেপ্তার

সোনালী সিলেট ডেস্ক : মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল রেলস্টেশনের গোডাউন থেকে প্রায় লাখ টাকার বিভিন্ন মালামাল চুরির সময় মো. আলাল মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার (১১ অক্টোবর) ভোরে রেলওয়ে থানাপুলিশ ও রেলের স্টাফদের যৌথ অভিযানে তাকে বরমচাল রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আলাল ওই এলাকার লেবু মিয়ার ছেলে।

এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করে পুলিশ। অভিযানের বিষয়টি টের পেয়ে আলালের সাথে থাকা তার তিন সহযোগী পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম সিলেটভিউকে বলেন, চোরাই মালামালসহ আটক ওই যুবকের বিরুদ্ধে রেলওয়ে সম্পদ উদ্ধার আইনে মামলা দায়ের করে সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে বলে জানান ওসি।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম