সিলেট ৩রা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ | ১২ই রজব, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২২
নারীদের এশিয়া কাপে বাংলাদেশের জন্য দুঃসংবাদ। আসর থেকে ছিটকে গেল বাংলাদেশ। বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ম্যাচ।
আর এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ ছিটকে গেছে এশিয়া কাপের সেমি ফাইনালের লড়াই থেকে। সকাল ১০ টা বেজে ৪৫ মিনিটে অফিসিয়ালরা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ। যদিও বেলা ১১টা বেজে ২৮ মিনিট পর্যন্ত সবশেষ ওভার কমিয়ে খেলার সুযোগ ছিল।
তবে বৃষ্টি এতোটাই প্রকট যে, মাঠে খেলা গড়ানোর কোনো সম্ভাবনা দেখা যায়নি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঝড়ো বৃষ্টি আর বাতাসের মাত্রা তুলনামূলক অনেকটা কমলেও, এখনও তবে মাঝেমধ্যে ব্রজপাত হচ্ছে। এমতাবস্থায় ম্যাচ চালানোও অসম্ভব। শেষ পর্যন্ত তাই পরিত্যক্ত হয়েছে ম্যাচ।
বাংলাদেশ টুর্নামেন্ট শেষ করেছে আসরের পাঁচ নম্বরে থেকে। লিগে ৬ ম্যাচ খেলে ২ জয়, ৩ হার ও ১ পরিত্যক্ত ম্যাচের হিসেবে ৫ পয়েন্ট নিয়ে আসর শেষ করেছে টাইগ্রেসরা।
অপরদিকে সংযুক্ত আরব আমিরাত শেষ করেছে ছয় নম্বরে থেকে। ৬ ম্যাচ খেলে ৪ হার, ১ জয় ও ১ পরিত্যক্ত ম্যাচের হিসেবে ৩ পয়েন্ট মরুর কন্যাদের।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি