সিলেট ২৫শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২২
বিনোদন ডেস্ক : অপু বিশ্বাস এবার ব্যক্তিজীবন প্রকাশ্যে আনতে চান। গতকাল সোমবার পশ্চিমবঙ্গের কলকাতায় ইন্দো বাংলা প্রেস ক্লাবের বিজয়া সম্মিলনীতে যোগ দিয়েছিলেন। সেখানে প্রসঙ্গক্রমে ঢালিউড কুইন বলেন, ব্যক্তিজীবনটা আর লুকিয়ে নয়, সবাইকে জানিয়েই করব।
কলকাতায় দুর্গাপূজা উদযাপন করতে গিয়ে সিঁথিতে সিঁদুর পরতে দেখা গেছে অপু বিশ্বাসকে।
তার পর থেকে গুঞ্জন রটেছে, ফের বিয়ে করেছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী। সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি।
অপু বিশ্বাস বলেন, ‘অপু বিশ্বাসের নামের সঙ্গে যেহেতু অভিনেত্রী শব্দটা রয়েছে, তাই সেখানে স্বাধীনতা আছে। তা ছাড়া ব্যক্তিজীবনটা এবার আর লুকিয়ে নয়, সবাইকেই জানিয়েই করব। ’
সিঁথিতে সিঁদুর প্রসঙ্গে ফেসবুকে অপু লিখেছিলেন, ‘সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না, সেদিন সকালে আমার একটা ফটোশুট ছিল, তারপর সিঁদুর খেলা ছিল। আপনারা বাংলা ছবি দেখুন, বাংলা সিনেমার সাথে থাকুন। ’
শাকিব, বুবলি আর অপুকে নিয়ে কোনো সিনেমা হলে তাতে অভিনয় করতে চান কি না এমন প্রশ্নের জবাবে ‘কোটি টাকার কাবিন’ অভিনেত্রী বলেন, ‘পরিচালক বা প্রযোজকরা কি আদৌ তা চান? তারা যদি মনে করেন যে চলচ্চিত্রের স্বার্থে এটা দরকার, তাদেরকে একসাথে নিয়ে ছবি করালে ভালো হবে, সে ক্ষেত্রে তারাই ডিসিশন মেকার। ’
সম্প্রতি ছেলে অব্রাম খান জয়ের জন্মদিন পালন নিয়ে আলোচনায় এসেছিলেন অপু বিশ্বাস। কেননা শাকিবকে সঙ্গে নিয়ে এই জন্মদিন পালিত হয়েছে। এর পরেই ফেসবুকে লিখেছিলেন, হ্যাপি ফ্যামিলি। আর গুঞ্জনের ডালপালা মেলে সেখান থেকেই।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি