সিলেট ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১:১২ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২২
শান্তিগঞ্জ প্রতিনিধি :: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আধুনিক যুগের আধুনিকতার সাথে পাল্লা দিয়ে সব কিছুতেই এসেছে পরিবর্তন। প্রতিনিয়ত আসছে নতুনত্ব। ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে দিনদিন সৃষ্টি হচ্ছে মানুষের নতুন নতুন কর্মসংস্থান। ফলে দেশে বেকারত্বের হার কমে আসছে। বাংলাদেশে নারী উদ্যোক্তা তৈরিতেও এই প্রযুক্তি অভাবনীয় ভূমিকা রাখছে। এখন ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে ঘরে বসে মানুষ টাকা রোজগার করছে। বেকারত্ব দূরীকরণে ডিজিটাল মার্কেটিং গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বৃহস্পতিবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে বেকার যুব ও যুব মহিলাদের ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মানুষের জীবনমান উন্নয়নে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। যে কোন কাজ শেখা অনেক সম্মানের বিষয়। এখন দেশে অনেকে প্রযুক্তি ব্যবহার করে ঘরে বসে মাসে লাখ লাখ টাকা আয় করছে। তবে প্রযুক্তিতে ভালো জিনিসের পাশাপাশি খারাপ জিনিসও আছে সেটা নিজেকেই বেছে নিতে হবে। ভালোকে গ্রহণ করে জীবনকে আলোকিত করতে হবে।
শান্তিগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো—অপারেশন এজেন্সি (জাইকা)’র সহযোগিতায়, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, আনোয়ার উজ জামান।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, থানার ওসি খালেদ চৌধুরী, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, দরগাপাশা ইউপি চেয়ারম্যান ছুফি মিয়া, ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি