রাজধানীতে পানির ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৮

সোনালী সিলেট ডেস্ক ::: রাজধানী ঢাকার মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে পানির ট্যাংকের ভেতর পড়ে দুই শিশু মারা গেছে।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে তারা নিখোঁজ হয়।

মোহাম্মদপুর এলাকার দুই নম্বর সড়কের একটি চারতলা বাড়ির নিচতলার দুই ভাড়াটিয়ার সন্তান তারা।

পুলিশ জানায়, হাদি (৫) ও মারিয়া (৩) নামের ওই দুই শিশুকে খুঁজে বের করতে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে পরিবারের সদস্যরা, মাইকিংও করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন্স) শরিফুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে বাসার পানির ট্যাংকের ভেতর খুঁজে শিশুদের মৃত অবস্থায় পাওয়া যায়।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম