হ্যাটট্রিক শিরোপাজয়ী মেয়েরা দেশে ফিরেছে

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২২

হ্যাটট্রিক শিরোপাজয়ী মেয়েরা দেশে ফিরেছে

ক্রীড়া ডেস্ক :  টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। হ্যাটট্রিক শিরোপাজয়ী মেয়েরা সংযুক্ত আরব আমিরাত থেকে আজ দেশে ফিরেছে। মঙ্গলবার সকাল ৯টায় নারী দলকে বহনকারি বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।বাছাইয়ের ফাইনালে উঠার সঙ্গে সঙ্গেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশের।

এরপর ফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নিগার সুলতানা জ্যোতিরা। টুর্নামেন্টে একটি ম্যাচেও হারেনি জ্যোতির দল।

সামনে এশিয়া কাপ। এই আসরের জন্য এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। বাছাইপর্বের খেলায় ব্যস্ত থাকায় এশিয়া কাপের প্রস্তুতিও হয়ে গেছে বাঘিনীদের। অধিনায়ক জ্যোতি বলেন, ‘আমি বলবো যে এটি আমাদের জন্য সেরা প্রস্তুতি ছিল, কারণ ম্যাচ প্র্যাকটিসের চেয়ে ভালো কোনো প্রিপারেশন হতে পারে না। যেহেতু আমরা এই ফরম্যাটেই খেলে এসেছি, তাই এশিয়া কাপে এটি আমাদের অনেক বেশি সাহায্য করবে। ’

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম