সিলেট ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১০ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২২
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির উদ্বোধন করা হয়েছে। সিলেট জেলা পুলিশ সুপার (এ্যাডিশনাল ডিআইজি) ফরিদ উদ্দিন পিপিএম উদ্বোধন করেন। গত ২৭ জুলাই অনুষ্ঠানিক উদ্বোধন হলেও বুধবার পরিদর্শন করেন পুলিশ সুপার। পাঁচ একর জায়গা নিয়ে নির্মিত এই পুলিশ ফাঁড়িতে হোয়াইট স্টোন গেস্ট হাউস, কনফারেন্স রুম, পুলিশ ক্যাম্প ও দৃষ্টি নন্দন আম্রকানন রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহরিয়ার বিন সালেহ, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মোঃ লুৎফর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) প্রবাস কুমার সিংহ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান, গোয়াইনঘাট থানায় ওসি কেএম নজরুল, কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী, জেলা উত্তর শাখার ওসি রেফায়েত চৌধুরী, সাবেক কোম্পানীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াকুব আলী, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অকিল চন্দ্র বিশ্বাস। কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলীম, সহ সভাপতি মঈন উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক আবিদুর রহমান, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আকবর রেদওয়ান মনা, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, প্রেসক্লাবের কার্যকরি সদস্য ফখর উদ্দিন প্রমুখ।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি