সিলেট ২৬শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৮
সোনালী সিলেট ডেস্ক ::: সিলেটের বিয়ানীবাজারে একটি বসতবাড়িতে ডাকাতি ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের দেউলগ্রামে ফখরুল হোসেন লস্করের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির কালে নগদ দুই লক্ষ টাকাসহ প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার (৫ লক্ষ টাকা) লুট করে ডাকতার পালিয়ে যায় বলে দাবি করছেন বাড়ির মালিক ফখরুল হোসেন লস্কর।
ফখরুল জানান, আনুমানিক রাত দুইটার দিকে আমার বসতঘরের রান্নাঘরের দরজা ভেঙ্গে একদল ডাকাত ঘরে প্রবেশ করে। আদের দলে ৭ থেকে ৮ জনের ছিল। প্রথমে তারা রান্নাঘরের পাশের ঘরে ঘুমন্ত অবস্থায় একজন নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং পরে তাকে দিয়েই ঘরের অন্য সদস্যদেরকে ঘুম থেকে ডেকে তুলে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে।
এসময় ডাকাতির কাজে বাঁধা দিতে গেলে ডাকাতের লাঠিতে আমি আঘাতপ্রাপ্ত হই। পরে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ দুই লক্ষ টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার যার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা লুট করে পালিয়ে যায় ডাকাতরা।
এ ব্যাপারে বিয়ানীবাজার থানার (ওসি) অবনী শংকর কর বলেন, ডাকাতির খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের সনাক্তের কাজ চলছে। পরবর্তীতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি