সিলেট ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ১৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৮
সোনালী সিলেট ডেস্ক ::: সিলেটকে দৃষ্টি নন্দন করতে চাই। সিলেটকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। তার সবই পূরণ হবে শেখ হাসিনা আবারো ক্ষমতায় আসলে। সিলেটের পাশাপাশি আমি দেশের জন্য কাজ করে যেতে চাই।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুরে সিলেট নগরীর মনিপুরী রাজবাড়ি মণ্ডপে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় একথা বলেন সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ. কে আব্দুল মোমেন।
সিলেটে গ্যাসের সমস্যা রয়েছে উল্লেখ করে এসময় তিনি বলেন, যারা গ্যাসের জন্য টাকা জমা দিয়েছেন তাদেরকে গ্যাস দেয়ার জন্য আমি সংশ্লিষ্টদের অনুরোধ করেছি। শেখ হাসিনা আবারো ক্ষমতায় আসলে গ্যাস দেয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
বেণু ভূষণ ব্যানার্জির সভাপতিত্বে ও সসেন্দ্র সিংহের সঞ্চালনায় আয়োজিত সভায় ড. এ. কে আব্দুল মোমেন আরো বলেন, শেখ হাসিনা সরকার তরুণ প্রজন্মের জন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে। যার কারণে তরুণরা আত্ম প্রত্যয়ে বেড়ে উঠছে। যুবকদের জন্য ৪০ হাজার কোটি টাকার প্রকল্প শেখ হাসিনা হাতে নিয়েছেন। আগামী ৫ বছরের জন্য আওয়ামী লীগ সরকার আবারো ক্ষমতায় আসলে যুবকদের জন্য করা এই প্রকল্প বাস্তবায়িত হবে। শেখ হাসিনা আবারো ক্ষমতায় আসলে চলমান উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে।
আমি যাতে সাদাকে সাদা, কালোকে কালো বলে সততার সাথে কাজ করতে পারি এ প্রত্যাশা জানিয়ে মোমেন বলেন, দেশ দুর্নীতিতে আর এক নম্বর হতে চায়না। তাই বিজয়ের মাস ডিসেম্বরের ৩০ তারিখ আবারো আওয়ামী লীগকে বিজয়ী করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজাত আলী রফিক, সিলেট সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, কবি এ কে শেরাম, জাবেদ সিরাজ, নৃপেন্দ্র সিংহ, উত্তম সিংহ রতন, অশোক শর্মা প্রমুখ। সভা শেষে মনিপুরী রাজবাড়ি এলাকায় গণসংযোগ করেন মোমেন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি