সাউথ আফ্রিকায় সিলেটি যুবক সাইদুলের লাশ উদ্ধার : গোলাপগঞ্জের ২ যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৮

সোনালী সিলেট ডেস্ক ::: সাইদুল ইসলাম (৩০) সাউথ আফ্রিকা প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী।  থাকতেন নর্দাণ ক্যাপের ডিয়ার নামক এলাকায়।  তিনি সিলেটের শাহপরান থানার খাদিম পাড়া ইউনিয়নের পীরের চক গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে।  গত ৫ বছর ধরে সাউথ আফ্রিকায় ব্যবসা বাণিজ্য করে আসছিলেন। চলতি মাসের ৪ তারিখ দোকানের মালামাল কিনতে গিয়ে আর ফিরে আসেনি তিনি এবং ৬ দিন পর গতকাল সোমবার পোর্ট এলিজাবেথের কাছে জনসন বিলি নামক এলাকা থেকে পুলিশ সাইদুলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং গ্রেপ্তার করে সালাহ উদ্দিন ও আব্দুল মাজেদ নামে অপর দুইজন বাংলাদেশীকে। ঘটনার বিবরণে জানাযায়,পুলিশের হাতে আটক সালাহ উদ্দিন ও আব্দুল মাজেদ একই এলাকার ব্যবসায়ী এবং নিহত সাইদুল ইসলামের বন্ধু। ঘটনার দিন ৪ ডিসেম্বর তারা দুইজন মিলে সাইদুলকে কম দামে সিগারেট কিনে দেওয়ার কথা বলে নিয়ে যায় দোকান থেকে প্রায় ৩শ কিলোমিটার দুরে ভিক্টোরিয়া ওয়েষ্ট নামক শহরে।  এই সময় সাইদুল সিগারেট কিনার জন্য সাথে নিয়ে যায় ২ লাখ ৫৮ হাজার রেন্ড যা বাংলা টাকায় আনুমানিক ১৫ লাখ। পরে আর খোঁজ মেলেনি সাইদুলের।  এই দিকে সাইদুলের কোন সন্ধান পাওয়া যায়নি গত ৫ দিন।  পরে পুলিশের সহযোগিতায় ইষ্টার্ণ ক্যাপ প্রভিন্সের পোর্ট এলিজাবেথ সংলগ্ন জনসন বিলি থেকে সাইদুলের লাশ উদ্ধার করা হয় এবং অভিযুক্ত সালাহ উদ্দিন ও আব্দুল মাজেদকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃত দুই বাংলাদেশীর বাড়ি সিলেটের গোপালগঞ্জ থানায়।
তথ্য সূত্র : Bangla Express 24 South Africa

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
20Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম