সিলেট ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৮
সোনালী সিলেট ডেস্ক রিপোর্ট ::: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাঁচজন নারীকে জয়িতা সম্মাননায় ভূষিত করা হয়েছে। ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় শ্রীমঙ্গল উপজেলায় পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে জয়িতা’র সম্মাননা প্রদান করা হয়। রোববার (৯ ডিসেম্বর) রোববার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ হল রুমে এই জয়িতা সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্ত জয়িতারা হলেন, ‘অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী’ পূর্বাশা আবাসিক এলাকার নুরুন্নাহার পান্না, ‘সফল জননী নারী’ ক্যাটাগরিতে বিটিআরআই এলাকার রীতা দত্ত, ‘শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে লইয়ারকুল এলাকার নাজমীন আক্তার, ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী’ ক্যাটাগরিতে রুস্তমপুর এলাকার সুকৃতি সরকার, ‘নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী’ ক্যাটাগরিতে জানাউড়া এলাকার-নুর জাহান আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। এসময় মৌলভীবাজার জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়েদা আক্তারের সভাপতিত্বে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব রক্ষক সুদিপ দাশ।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি