সিলেট ২৫শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২০
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমানের পিতা ছিদ্দিকুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৭ আগস্ট) সকালে কোম্পানীগঞ্জের জামিয়া রাহমানিয়া মাদ্রাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল আয়োজন করে কোম্পানীগঞ্জ প্রেসক্লাব। দোয়া পরিচালনা করেন প্রখ্যাত আলেম কলাবাড়ি মখজনুল উলুম মাদ্রাসার মুহতামীম মাওলানা আব্দুল মুছাব্বির।
প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক শাব্বির আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলীমের পরিচালনায় দোয়া মাহফিলে ছিদ্দিকুর রহমানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লাল মিয়া, ইসলামপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, ক্বওমী মাদ্রাসা ঐক্য পরিষদ-কোম্পানীগঞ্জের সাধারণ সম্পাদক মাওলানা জামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা দলিল লেখক সমিতির সহ সভাপতি মো. আবু বকর ছিদ্দিক, কাঁঠালবাড়ি চৌমুহনী বাজার আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সামসুজ্জামান, জামিয়া রাহমানিয়া মাদ্রাসার সভাপতি হাজী মো. আবুল হোসেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাসান আল হেলাল, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মো. আব্দুল কাইয়ুম মাস্টার, হাজী মো. আব্দুল মন্নান মনাফ, উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা নুর উদ্দিন, থানা মসজিদের ইমাম মাওলানা আমিনুল ইসলাম, থানাবাজার মারকাজ মসজিদের ইমাম মো. আব্দুর রহমান, প্রেসক্লাবের সহ সভাপতি মইন উদ্দিন মিলন, পাঠাগার সম্পাদক হাফিজুল হক, উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন বাবুল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, ইউপি সদস্য কামরুজ্জামান।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের অফিস সম্পাদক সোহেল রানা, ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন সুমন, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সদস্য আলী হোসেন, আকবর রেদওয়ান মনা, দলইরগাঁও নিউজের সম্পাদক নুরুল মুত্তাকিন, ব্যবসায়ী একেএম হৃদয়, আজিজুল হক, কোম্পানীগঞ্জ বালিকা বিদ্যালয়ের শিক্ষক হোসাইন আহমদ, কোম্পানীগঞ্জ ট্যুরিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমুখ।
প্রসঙ্গত, উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান ফুসফুসের রোগে ভুগছিলেন। গত ২২ জুলাই সিলেটের একটি হাসপাতালে ৭০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন দক্ষিণ বুড়দেও জামে মসজিদ কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি