রওশন এরশাদ এমপির পক্ষেসিলেটে ত্রান বিতরনে ডালিম

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, মে ২১, ২০২২

রওশন এরশাদ এমপির পক্ষেসিলেটে ত্রান বিতরনে ডালিম

সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের পক্ষ সিলেটের বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রান বিতরন কার্যক্রম জোরদার করা হয়েছে। বিরোধী দলীয় এ নেতার পক্ষে জাতীয় ছাত্র সমাজের সাবেক কেন্দ্রীয় নেতা মুজিবুর রহমান ডালিম গতকাল থেকে দুর্গত এলাকা জৈন্তাপুরে ত্রান বিতরন করেন। একে কয়েকশ’ পানিবন্দি মানুষের মধ্যে চিড়া, গুড়, মোমবাতি, কলা সহ নানা সামগ্রী বিতরন করা হয়।
এ সময় মুজিবুর রহমান ডালিম বলেন- সিলেটের বন্যা দুর্গতদের পাশে রয়েছেন বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। তিনি সার্বক্ষনিক বন্যার্তদের খবর নিচ্ছেন। শনিবার বিকেলে জৈন্তাপুর  উপজেলার দরবস্ত করগ্রাম, চালল্লাইন ও মুটগঞ্জ এলাকার তিন শতাধিক পরিবারের মধ্যে শুকনো খাবার পরিবেশন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টি নেতা জামাল উদ্দিন মেম্বার, আলহাজ্ব বশির উদ্দিন মেম্বার, শিক্ষক মখলিছুর রহমান, ইসমত আলী, মহিলাপার্ট নেতা  রোজিনা বেগম, জেসি বেগম, সাইফল্লাহ আহমদ ও হাজি বশির উদ্দিন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ শিরোনাম