মামলা পরিচালনা না করতে পথরোধ করে হুমকি প্রদান :থানায় জিডি করলেন আইনজীবি

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, মে ১১, ২০২২

মামলা পরিচালনা না করতে পথরোধ করে হুমকি প্রদান :থানায় জিডি করলেন আইনজীবি

 

গত ৩০এপ্রিল পাহাড়লাইনস্থ তুড়কখলা এলাকায় আইনজীবি ছালেহ আহমদকে রাস্তায় মটর সাইকেলের পথরোধ করে প্রাননাশের হুমকি দিয়েছে তুড়–কখলার মৃত মতছির আলীর ছেলে আজির উদ্দিন(৪৫),সহ অজ্ঞাতনামা আরও ২জন। উল্লেখ্য যে, আজির উদ্দিনের দায়ের করা একটি মামলা চলছে (যুগ্ন মহানগর ১ম আদালত সিলেট)এ যাহার নং- ৯৪৭/২০১৮ইং। উক্ত মামলায় আসামী পক্ষের হয়ে মামলা পরিচালনা করছেন আইনজীবি ছালেহ আহমদ।

এতে বিভিন্ন সময় আজির উদ্দিন আইনজীবি ছালেহ আহমদকে উক্ত মামলাটি পরিচালনা না করার জন্য সুপারিশ করে কিন্তু ছালেহ আহমদ পেশায় আইনজীবি তাই তিনি আজির উদ্দিনের কথায় কর্ণপাত না দিয়ে তার মক্ষেলের পক্ষে কাজ চালিয়ে যাচ্ছিলেন। এতে আজির উদ্দিন ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ৩০এপ্রিল আইনজীবি ছালেহ আহমদ তাহার নিজ বাড়ী মির্জানগর থেকে শহরের বাসায় আসার জন্য রওয়ানা হলে, পথিমধ্যে আজির উদ্দিনের বাড়ী সামনে আসা মাত্র পূর্ব থেকে ওৎ পেতে থাকা আজির উদ্দিন, অজ্ঞাতনামা আরও ২জন সঙ্গীসহ আইনজীবি ছালেহ আহমদের পথরোধ করে, তার মটর সাইকেলের চাবি ছিনিয়ে নেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে ও শারিরিকভাবে আঘাতের চেষ্টা করলে শুরগুল শুনে পথচারী মানুষজন জমা হয়ে যায়।

তখন আজির উদ্দিন চিৎকার করে হুমকি প্রদান করে যে, যদি তার বিরূদ্ধে আগামী তারিখে উল্লেখিত মামলা পরিচালনা করেন, তাহলে সে হাত পাঁ কেটে পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দিবে প্রয়োজনে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেবে। এক পর্যায় উপস্থিত জনতার সহায়তায় আইনজীবি উক্ত স্থান ত্যাগ করে মোগলাবাজার থানায় নিজের নিরপত্তার জন্য সাধারন ডায়েরীভুক্ত করেন যাহার নং-১৩৮৩/২২।
পরবর্তীতে উক্ত আজির উদ্দিন বিভিন্নভাবে ডায়েরীর স্বাক্ষীদের মামলা-হামলার হুমকি দিচ্ছে বলে আইনজীবি জানান।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম