সিলেট ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, মে ৯, ২০২২
শ্রীমঙ্গলে ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের একজন সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯, এসময় তার কাছ থেকে ৫টি অনলাইন টিকিট উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ২৫এপ্রিল দুপুর ১টা ৩৫মিনিটের সময় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের প্রধান গেইটের সামনে অভিযান চালিয়ে চক্রের একজন সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃশফিউল্ল্যাহ (৪৫)লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার জয়পুরাএলাকার বাসিন্দা মৃত মুন্সি মিয়ার ছেলে।
উল্লেখ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘ দিন যাবৎ ভিন্ন ভিন্ন পরিচয়পত্র (আইডি) ও মুঠোফোন নম্বর ব্যবহার করে টিকেট সংগ্রহ করে চড়া দামে জনসাধারণের কাছে বিক্রি করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে। বিশেষ করে কাউন্টারে টিকিট সংকটের সুবিধা কাজে লাগিয়ে এই কালোবাজারি চক্র কিছুদিনধরে বেশ সক্রিয়। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে র্যাব-৯ এর একটি গোয়েন্দা দল নিরবিচ্ছিন্নভাবে গোয়েন্দা নজরদারী চালিয়ে আসছিল এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের প্রধান গেইটের সামনে অভিযান চালিয়ে অনলাইন টিকিটসহ মোঃ শফিউল্ল্যাহকে গ্রেফতার করাহয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শফিউল্ল্যাহ রেলের টিকিট কালোবাজারির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
উল্লেখ্য, গত ১৬ মার্চ ২০১৬ সালে আগাম টিকিটসহ টিকিট কালোবাজারি মোঃ শফি উল্ল্যাহকে আটক করা হয়েছিল এবং শ্রীমঙ্গল রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে মামলা রুজু হয়। যেকোন পর্যায়ের টিকিট কালোবাজারির সাথে জড়িত কালোবাজারির সংশ্লিষ্টদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে র্যাব-৯ জানায়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেফতারকৃত কালো বাজারির বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে র্যাব-৯ জানায়।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি