সিলেট ১৯শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৬ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২০
নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরের চৌহাট্টায় ট্রাফিক সার্জেন্ট চয়ন নাইডুর মোটরসাইকেলে রাখা বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধারে অভিযান শুরু করেছে সেনাবাহিনীর বোমা নিস্ক্রিয়করণ ইউনিট।
আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট) বেলা ২টায় সিলেট ক্যান্টনম্যান্টের ১৭ পদাতিক ডিভিশন সেনাবাহিনীর এই টিম ঘটনাস্থলে এসে পৌছে। বোমা সদৃশ্য বস্তুটি উদ্ধারে তারা কাজ শুরু করে দিয়েছেন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ। তিনি বলেন, ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। শীঘ্রই জানা যাবে সদৃশ্যবস্তুটি বোমা না কি অন্য কিছু।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় চৌহাট্টা এলাকার পুলিশ চেকপোস্টের সামনে দাঁড় করিয়ে রাখা পুলিশের সার্জেন্ট চয়ন নান্টুর মোটর সাইকেলে একটি ডিভাইস লাগানো বোমা সাদৃশ্য বস্তু দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
এর পরপরই চৌহাট্টা পয়েন্টসহ আশপাশ এলাকা পুলিশ ঘিরে রাখে। গতকাল রাত ৯টায় র্যাব ও সিআরটির টিম ঘটনাস্থলে যান। রাত ৯টা ২৫ মিনিটে চৌহাট্টায় এসে পৌছে পুলিশের বোমা নিস্ক্রিয়করণ ইউনিট। সীমানা নিধারণ করে রাখেন। পরে খবর দেওয়া হয় ঢাকায়। ঢাকা থেকে বোমা নিস্ক্রিয়করণ টিম আসলেই উদ্ধার অভিযান পরিচালনা করা হবে। সর্বশেষ আজ বেলা ২টায় তারা ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করেন।
এরআগে পুলিশের ঘটনাস্থলে গিয়ে এই ডিভাইস দেখে সন্দেহ হয়। পরে মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিঞাসহ পুলিশের উধর্তন কর্মকর্তারা সেখানে গিয়ে জায়গাটিকে ফিতা টেনে ঘিরে ফেলেন। ওই সড়কে যান চলাচলও বন্ধ করে দেওয়া হয়।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি