সিলেট ১৯শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৬ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২০
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরের চৌহাট্টা পয়েন্টে ‘বোমা’ সাদৃশ্য বস্তুকে ঘিরে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিজের মোটরসাইকেলের উপর ‘বোমা’ সাদৃশ্য বস্তুটি আবিষ্কার করেন এসএমপি’র ট্রাফিক সার্জন চয়ন নাইডু। এর পর পরই ব্যাপারটি এক কান দুই কান হয়ে গোটা নগরে ছড়িয়ে পড়ে। বোমা গুঞ্জনে চারদিকে দেখা দেয় অজানা আতঙ্ক। তবে, ওই মোটরসাইকেলে বোমা আছে কিনা তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ জন্য বোমা বিশেষজ্ঞদের অপেক্ষা করতে হচ্ছে।
বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টায় এই প্রতিবেদন লেখা অবধি পুলিশের বেশ কিছু সদস্যকে ঘটনাস্থলের পাশে সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে। পুলিশের ক্রাইসিস রেসপন্স টিমের (সিআরটি) সদস্যদেরকেও ঘটনাস্থলের পাশে অবস্থান করতে দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামন থেকে চৌহাট্টা পয়েন্ট ঘিরে রেখেছে পুলিশ। চৌহাট্টা পয়েন্টে আগে পুলিশ বক্স যেখানে ছিল, এর পাশে রয়েছে ওই মোটরসাইকেলটি। মোটরসাইকেলটির মালিক এসএমপি’র ট্রাফিক সার্জন চয়ন নাইডু। তিনি সন্ধ্যা সাড়ে ৬টা দিকে নগরের চৌহাট্টা পয়েন্টের পাশে মোটরসাইকেলটি রেখে পাশের চশমার দোকানে যান। সেখানে কাজ সেরে এসে দেখেন মোটরসাইকেলের উপর ‘বোমা’ সাদৃশ্য বস্তু। তখনই উনি প্রাশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।
এ প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া বলেন, ‘পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। বোমা বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে। তারা এলে মোটরসাইকেলে বোমা আছে কিনা, নিশ্চিত হওয়া যাবে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি