মে দিবস উপলক্ষে সাউথ এশিয়া রেডিও ক্লাব- শাহপরান শাখার আলোচনা সভা

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, মে ৭, ২০২২

‘শ্রমিক-মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১ মে, রবিবার বিকেলে “আন্তর্জাতিক শ্রমিক দিবস” উপলক্ষে সিলেট শাহপরানে এক আলোচনা সভার আয়োজন করেছে বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান শাখা। ক্লাবের শাহপরান শাখার সভাপতি মখলিছুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ক্লাবের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম। দিবসটির গুরুত্ব নিয়ে আরো বক্তব্য রাখেন, সার্ক- শাহপরান শাখার উপদেষ্টা, আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যাডভাইজার ও উন্নয়নসংস্থা সীমান্তিকের চেয়ারম্যান অধ্যক্ষ মাজেদ আহমেদ চঞ্চল এবং রেডিও এক্টিভিস্ট ও কেন্দ্রীয় ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল।

আলোচনা সভায় বক্তারা বিশ^ব্যাপী শ্রম শোষণের বিরুদ্ধে শ্রমিকদের আত্মত্যাগের সংগ্রাম এবং মে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেণ। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য ও দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নেমেছিলেন শ্রমিকরা। আন্দোলনে বেশ কিছু শ্রমিক আত্মাহুতিও দিয়েছিলেন সেদিন। তাদের সেই আত্মত্যাগের স্মরণে বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশও দিবসটি ‘মে দিবস’ হিসেবে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করে আসছে। তারা আরো বলেন, আজকের এ আধুনিক সভ্যতায় আমাদের বিলাসবহুল জীবনের পেছনে শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি। বিশে^র যে কোন প্রান্তে শ্রমিকরা একদিন কাজ না করলে সবকিছু অচল হয়ে যাবে। তাই শ্রমিকদের যথাযথ মূল্যায়ন করতে হবে এবং তাদের শ্রমের ন্যায্য মজুরি পরিশোধ করা উচিত।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান শাখার সদস্য মো. আব্দুল মালেক, বেলাল আহমদ, জুবায়ের খান জয়, মুকসুদ বিন মালেক (ইমন), মাশরাফি বিন মালেক প্রমুখ।

উল্লেখ্য, ১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ১ মে শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। পরের বছর থেকে ১ মে বিশ্বব্যাপী পালন হয়ে আসছে ‘মে দিবস বা ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ হিসেবে।

 

 

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ শিরোনাম