সিলেট ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, মে ৭, ২০২২
সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের উদ্যোগে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। (৭ মে) শনিবার দুপুর ১২টায় নগরীর জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদে ঈদ পূণর্মিলনীর আয়োজন করা হয়।
সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল এর সভাপতিত্বে ও সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মনোজ কপালী মিন্টুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী সকল বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সকল সদস্যকে ঈদ শুভেচ্ছা জানান। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যকে এক একজন সত্যিকারের আওয়ামী কর্মী হিসেবে বঙ্গবন্ধুর আদর্শকে উজ্জীবিত হয়ে কাজ করতে হবে। তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আমরা শক্তিশালী করে দেশকে এগিয়ে নিতে সক্ষম হবো।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, জেলা সভাপতি আফছর আজিজ, শ্রমিকলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা জাফর চৌধুরী, বিশ্বনাথ কমান্ডের মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদ আলী, দক্ষিণ সুরমা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. কুটি মিয়া। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. আকমল আলী, বিশ্বনাথ উপজেলা কমান্ডের ডেপুটি কমান্ডার রনবিজয় ধর, বীর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বাবুল মিয়া, বীর মুক্তিযোদ্ধা মৃনাল কান্তি, বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়া, বীর মুক্তিযোদ্ধা রাজিউল ইসলাম রাজু, বীর মুক্তিযোদ্ধা সুকুন্দ বর্মন, বীর মুক্তিযোদ্ধা বুরহান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আফতাব আলী, বীর মুক্তিযোদ্ধা রজনী দাস, বীর মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র দে, বীর মুক্তিযোদ্ধা জমলেন্দু দাস, বীর মুক্তিযোদ্ধা সানাওর আলী, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটির সদস্য মো. তানভির হোসেন, হেলাল আহমদ, মো. ফরিদ মিয়া, আলী আহমদ, শাহনুর আহমদ, হেলাল আহমদ, শাহিদা আক্তার সাথী, মো. দুলাল মিয়া, সকির উদ্দিন, ফয়সল আহমদ, মো. ইমরান খান রায়হান, তানভির হোসেন, সাহিদুর রহমান সোহেল, যুব কমান্ডের সভাপতি শেখ আলম, সদস্য এজাজ আহমদ, কবির মিয়া, সবুজ মিয়া, ইলাজ, সাইফ আহমদ রাজ, আবু তাহের, মো. দুলাল মিয়া, মো. তাহমিদ আহমদ, জিহাদ আল মাহিদ, তপন চক্রবর্তী, মো. মিসাঈদ প্রমুখ।
অনুষ্ঠানের শেষে দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালিক (উরফে ফিরোজ) এর মৃত্যুতে দোয়া ও রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি