ম্যান ইউতেই থেকে যাওয়ার ইঙ্গিত দিলেন রোনালদো

প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ, মে ৫, ২০২২

চলতি মৌসুমে ২৮টা ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে করে ফেলেছেন ১৭টা গোল। চ্যাম্পিয়ন্স লিগ ধরলে সব মিলিয়ে করেছেন ২৪টা গোল। তবু তাকে নিয়ে ছিল নানা প্রশ্ন। এক যুগ পর ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবে ফিরেছেন। যেখান থেকে উত্থান হয়েছিল তার। সেই ম্যানচেস্টার ইউনাইটেডেই আরও একটা মৌসুম কাটাতে চাইছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নিজেই দিয়েছেন এই ইঙ্গিত।
চ্যাম্পিয়ন্স লিগ থেকে অনেক আগেই ছিটকে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে কিনা, তা নিয়েও রয়েছে সংশয়। লিগ টেবিলের ছয় নম্বরে রয়েছে টিম। প্রথম চারে থাকার সম্ভাবনা কমছে। টিম যতই পিছাতে শুরু করেছে ততই বলা হচ্ছিল, রোনালদোর আগামী মৌসুমে ওল্ড ট্র্যাফোর্ডে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। রিয়াল মাদ্রিদে ফিরতে পারেন তিনি। সেই সংশয় উড়িয়ে দিচ্ছেন খোদ সিআর সেভেনই।
গত মৌসুমের পর জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে এসেছিলেন রোনালদো। ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত এই ক্লাবে খেলেছিলেন তিনি। স্যার আলেক্স ফার্গুসনের হাত ধরেই উত্থান হয়েছিল সিআর সেভেনের। ৩৭ বছর বয়স হলেও নতুন রোনালদো যে গোল করতে ভোলেননি, তা পুরানো ক্লাবে পা দেওয়ার পর থেকেই প্রমাণ করে দিয়েছিলেন। ইপিএলে ১৭টা গোল করেছেন। একমাত্র মোহামেদ সালাহর গোল তার থেকে বেশি।
চেলসির বিরুদ্ধে ঘরের মাঠে ১-১ ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওই ম্যাচেও গোল পেয়েছেন তিনি। তার পর ইন্সটাগ্রামে রোনালদো লিখেছেন, গ্যালারি থেকে আবার দারুণ সমর্থন পেলাম আমরা। মৌসুমের শেষ ম্যাচেও এটা দেখতে চাই। কঠিন সময়ের মধ্যে দিয়ে গেলেও সমর্থকরা কখনওই আমাদের ছেড়ে যাননি। ধন্যবাদ ক্লাবের ভক্তদের। আমাদের একটাই লক্ষ্য আরও ভালো পারফর্ম করা। তার মধ্যে দিয়েই যেন সাফল্য পাই আমরা।
নতুন কোচ এরিক টেন হ্যাগ দায়িত্ব নেওয়ার পরই কথা বলেছেন রোনালদোর সঙ্গে। আয়াক্সের কোচও যে রোনাল্ডোর ভক্ত, তা খুব ভালো করেই জানেন। তিনিও চান সিআর সেভেন যেন আর একটা মৌসুম খেলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। তিনি যে এখনও ফুরিয়ে যাননি, তা প্রমাণ করার পাশাপাশি বেড়ে ওঠার ক্লাবকে সাফল্য দিয়ে যেতে চান। বিদায়ের মুখে দাঁড়িয়ে থাকা অন্তর্বর্তীকালীন কোচ রাল্ফ রাগনিক বলছেন, রোনালদোর ভবিষ্যৎ নিয়ে এরিক আর আমার সঙ্গে বোর্ড মেম্বারদের কথা হয়েছে। তার আরও একটা বছর চুক্তি রয়েছে ক্লাবের সঙ্গে। এটাও বুঝতে হবে ক্লাবে থেকে যাওয়ার জন্য সে কী চাইছে। সব কিছুর শেষে এরিক আর রোনালদোকেই সিদ্ধান্ত নিতে হবে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম