সিলেট ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ণ, মে ৫, ২০২২
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। হোয়াইট হাউস বলেছে, করোনায় আক্রান্ত হওয়ায় ব্লিঙ্কেন স্থানীয় সময় আজ বৃহস্পতিবার চীনবিষয়ক নীতি নিয়ে পূর্বনির্ধারিত ভাষণ দেবেন না। খবর এএফপির।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় গতকাল বুধবার ব্লিঙ্কেনের করোনা শনাক্ত হয়। তিনি ভার্চ্যুয়ালি দায়িত্ব পালন করবেন।
অ্যান্টনি ব্লিঙ্কেন করোনাভাইরাসের টিকা নিয়েছেন। তাঁর মৃদু উপসর্গ রয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ওই বিবৃতিতে আরও জানানো হয়, বেশ কয়েক দিন ধরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ব্লিঙ্কেনের দেখা হয়নি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেন, ব্লিঙ্কেন দীর্ঘপ্রতীক্ষিত পূর্বনির্ধারিত চীনবিষয়ক নীতি নিয়ে বক্তব্য দিচ্ছেন না।
বিবৃতিতে জানানো হয়, যত দ্রুত সম্ভব পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ে ফিরে আসবেন এবং দায়িত্ব পালন শুরু করবেন।
হোয়াইট হাউসের প্রতিনিধিদের সঙ্গে নৈশভোজের জন্য গত শনিবার সন্ধ্যায় ওয়াশিংটনের একটি হোটেলে অন্য অতিথিদের সঙ্গে ছিলেন অ্যান্টনি ব্লিঙ্কেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি