সিলেট ২০শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৭ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০
নিজস্ব প্রতিবেদক
দৈনিক ‘সোনালী সিলেট’ পত্রিকার পক্ষ থেকে সিলেটের সর্বস্তরের জনতার প্রতি ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক মো. তাজুল ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দৈনিক ‘সোনালী সিলেট’ পত্রিকার সকল পাঠক, গ্রাহক, বিজ্ঞাপনদাতা, হকার ও শুভানুধ্যায়ীসহ পত্রিকাটির সকল জেলা ও উপজেলা প্রতিনিধি, আলোকচিত্রী, দেশ-বিদেশি সংবাদদাতাদের প্রতি পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।
মো. তাজুল ইসলাম বলেন, আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে আত্মোৎসর্গ করাই কোরবানির প্রধান শিক্ষা। কোরবানির প্রকৃত রূপ হলো মনের গভীরে আল্লাহর প্রতি ভালোবাসা ও তাক্বওয়া নিয়ে প্রিয় বস্তু আল্লাহর নামে উৎসর্গ করা। আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে ব্রত হওয়াই কোরবানির মর্মবাণী। তাই পশু কোরবানির পাশাপাশি মনের পশু কোরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্রত হওয়াই আমাদের কর্তব্য।
তিনি বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। তাই ত্যাগের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।
শুভেচ্ছা বার্তায় তিনি সকলের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহŸান জানান।
সমাজের বিত্তবানদের প্রতি আহŸান জানিয়ে তিনি বলেন, দরিদ্র মানুষদের প্রতি সহযোগিতার হাত বাড়ান। ঈদের আনন্দ যাতে সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌঁছে, সাধারণ মানুষ যাতে পরিবারের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে পারে সেদিকে নজর দিন। সেই সাথে দুঃখ দৈন্যতা ভুলে ধনী, গরিব, আমির, ফকির নির্বিশেষে সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারে সেদিকে লক্ষ্য রাখার অনুরোধ জানান তিনি।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি