সিলেট ২০শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৭ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০
ফাইল ছবি
সোনালী সিলেট ডেস্ক
করোনায় সময় সম্মুখযোদ্ধাখ্যাত চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীদের বেতন-ভাতা পরিশোধ করতে বেসরকারি হাসপাতালের মালিকদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে করোনা চিকিৎসায় নিয়োজিত হলি ফ্যামিলি হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এই নির্দেশের কথা জানান।
দেশে করোনার প্রকোপ শুরুর পর থেকে অনেক নামিদামি বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বেতন-ভাতা অনিয়মিত হয়ে পড়ে। যা নিয়ে চিকিৎসকদের ক্ষোভও ছিল। এক পর্যায়ে চিকিৎসকদের সংগঠনগুলোর চাপ এবং দাবির মুখে অনেক হাসপাতালের বেতন-ভাতা স্বাভাবিক হতে শুরু করেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক বলেন, করোনা চিকিৎসায় নিয়োজিত যে কয়টি হাসপাতাল তিনি পরিদর্শন করেছেন সেগুলোতে সঠিকভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। ধারাবাহিকভাবে সবগুলো করোনা হাসপাতাল পরিদর্শন করবেন বলেও জানান তিনি।
এসময় চিকিৎসা ব্যবস্থা নিয়ে যেসব সমস্যা প্রকট হয়েছে সেগুলো সমাধানের আশ্বাস দেন মহাপরিচালক।
সম্প্রতি নানা বিতর্কের মুখে অধ্যাপক আবুল কালাম আজাদের পদত্যাগের পর স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি হিসেবে অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদকে নিয়োগ দেয়া হয়েছে।
যোগ দিয়ে তিনি বলেছেন, আগে মহামারি মোকাবেলা করা তার কাজ। সঙ্গে স্বাস্থ্যখাতের দুর্নীতি বন্ধেও পদক্ষেপ নেবেন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি