হাইকোর্টের আদেশে স্থগিত সিলেটের লাক্কাতুরা পশুর হাট

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২০

হাইকোর্টের আদেশে স্থগিত সিলেটের লাক্কাতুরা পশুর হাট

সোনালী সিলেট ডেস্ক
সিলেট শহরতলির লাক্কাতুরায় সদর উপজেলার উদ্যোগে ইজারা দেওয়া হাটের কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

 

এক রিটের প্রেক্ষিতে ভার্চুয়াল শুনানিতে বুধবার (২৯ জুলাই) এ স্থগিতাদেশ দেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি তারিক উল হাকিম।

 

জানা যায়, জনৈক কাদির আহমদ বাদী হয়ে হয়ে এ রিট পিটিশন দায়ের করেন। বাদীর পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোস্তাক আহমদ চৌধুরী, রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অজিত দাশ গুপ্ত।

 

হাইকোর্টের আদেশে বলা হয়েছে, এখন থেকে আর এ স্কুল মাঠে হাট বসানো যাবে না। এর আগে লাক্কাতুরায় সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে গরুর হাটের বৈধতা নিয়ে গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়, বিভিন্ন সংগঠন প্রতিবাদ কর্মসূচিও পালন করে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম