সিলেট ২০শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৭ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক অবৈধ সীমান্ত পারাপার এবং সীমান্ত হত্যা বন্ধে সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলাধীন কালাইরাগ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অসহায়, গরীব, হতদরিদ্র ১৫০টি পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে বিজিবি।
রবিবার (২৬ জুলাই) সকাল থেকে অসহায় পরিবারকে এসব খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল বলেন, বৈশ্বিক করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক কর্মকাণ্ড হ্রাস পাওয়ায় সীমান্ত এলাকার জনসাধারণ এখন কর্মহীন ও অসহায় হয়ে পড়েছে। তাদের উপার্জন কমে যাওয়ায় অবৈধভাবে এবং অসৎ উদ্দেশ্যে সীমান্ত পার হয়ে ভারতের অভ্যন্তরে গমনাগমনের মাত্রা বৃদ্ধি পেয়েছে। ফলশ্রুতিতে সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনাও বৃদ্ধি পেয়েছে। এ সকল অবৈধ সীমান্ত পারাপার এবং সীমান্ত হত্যা বন্ধে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ব্যাটালিয়নের অধীনস্থ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
তিনি আরও বলেন, এই ত্রাণ বিতরণ সীমান্তের অন্যান্য ঝুঁকিপূর্ণ উপজেলাসমূহ যেখানে সীমান্ত অবৈধভাবে পারাপার হয়ে থাকে বিশেষ করে কোম্পানীগঞ্জ এবং গোয়ইনঘাট এলাকায় প্রদান করা হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক পরিবারকে ৩ কেজি চাল, ৩ কেজি আটা, দেড় কেজি ডাল, বিতরণ করা হয়।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি