সিলেট ২০শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৭ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০
নিজস্ব প্রতিবেদক
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার হাদারপার ও সুন্দরগ্রাম এলাকা থেকে প্রায় ৩২৮৩ পিস ইয়াবাসহ ওই তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার সামিউল ইসলামের নেতৃত্বে গোয়াইনঘাট উপজেলায় অভিযান পরিচালনা করে র্যাব-৯। অভিযানে উপজেলার হাদারপার এলাকা থেকে কুলুমছড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মাদক ব্যবসায়ী হাসান আহমেদ (২০) ও মনাইকান্দী গ্রামের মো. ওসমান গনির ছেলে সোহেল আহমেদকে আটক করা হয়।
এসময় আটক হাসান আহমেদের কাছ থেকে ১৬০০ পিস ও সোহেল আহমেদের কাছ থেকে ১৩০৩ পিস ইয়াবা উদ্ধার করে তা জব্দ করা হয়।
এদিকে, একই দিন অপর অভিযানে র্যাব-৯ গোয়াইনঘাট উপজেলার সুন্দরগ্রাম এলাকা থেকে ৩৮০ পিস ইয়াবাসহ মনোয়ার হোসেন (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। সে উপজেলার দোরাকুল গ্রামের মো. হাবিবুল্লাহর ছেলে।
অভিযানে নেতৃত্ব দেন- র্যাব-৯ এর সিনিয়র এএসপি সত্যজিৎ কুমার ঘোষ ও এএসপি কামরুজ্জামান। জব্দকৃত আলামতসহ আটককৃতদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়েরপূর্বক গোয়াইনঘাট থানায় হস্তান্তর করেছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি