সিলেট ২০শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৭ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০
নিজস্ব প্রতিবেদক
সিলেটে বিভিন্ন সময়ে মামলা ও জিডিমূলে জব্দকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। সিলেটের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে গতকাল শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টায় সদর কোর্ট সিলেট এর মালখানার পেছনের অংশে মাদকগুলো ধ্বংস করা হয়।
ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ছিল ৪০০ গ্রাম হেরোইন, ২ হাজার ৩শ ৬১ বোতল বিদেশি মদ, ২৬ লাখ ৬৯ হাজার ৯শ শলাকা ভারতীয় নাসির বিড়ি, ৫ লাখ শলাকা ভারতীয় বিভিন্ন কোম্পানির সিগারেট, ৬০ কেজি গাঁজা, ১ হাজার ৫১ বোতল ফেন্সিডিল, ৮ হাজার ৭শ ৪৫ পিস ইয়াবা এবং ৮শ ৪২ লিটার চোলাই মদ। ধ্বংসকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৭৩ লাখ ৯৯ হাজার ২৫ টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করার জন্য জিরো টলারেন্স নীতি অনুসরণ করে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। সিলেট জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ একান্ত প্রয়োজন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি