সিলেট ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০
জকিগঞ্জ সংবাদদাতা
সিলেটের জকিগঞ্জ উপজেলার নির্বাচন কর্মকর্তা শাদমান সাকিব কর্তৃক ‘মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক’ জিডির বিরুদ্ধে পাল্টা জিডি করেছেন জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক রহমত আলী হেলালী।
আজ রবিবার (২৬ জুলাই) জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সুপারিশের ভিত্তিতে জকিগঞ্জ থানায় এ জিডি করেন তিনি (জিডি নং- ১২৬৪, তারিখ- ২৫/০৭/২০২০)।
জিডিতে রহমত আলী হেলালী উপজেলা নির্বাচন কর্মকর্তা শাদমান সাকিব কর্তৃক দায়েরকৃত জিডি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক দাবি করে জানান, তিনি ব্যক্তিগতভাবে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চিনেন না এবং তার সঙ্গে কখনও সরাসরি কিংবা মোবাইল ফোনে কথা বলেননি। তাই তিনি এই কর্মকর্তাকে কোনো বিষয়ে তদবির ও হুমকি-ধমকির প্রশ্নই আসে না। অথচ উপজেলা নির্বাচন কর্মকর্তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক তথ্যের ভিত্তিতে ক্ষমতার অপব্যবহার করে তার বিরুদ্ধে একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন। এতে তিনি সামাজিক ও প্রশাসনিক অঙ্গনে মারাত্মক হেয়প্রতিপন্ন হয়েছেন।
জিডিতে তিনি আরও উল্লেখ করেন, শাদমান সাকিব একজন সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও তিনি কোনো ধরণের যাচাই-বাছাই ও তথ্য-প্রমাণ ছাড়াই অহেতুক সাধারণ ডায়রি দায়ের করায় তিনি (রহমত আলী হেলালী) সাংবাদিকতা পেশাসহ তার ব্যক্তিগত জীবনে চলাচলে হুমকির শিকার হয়েছেন। এছাড়া উপজেলা প্রশাসনের একজন সিনিয়র অফিসারের এমন অযথা হয়রানির বিষয়টি শুনে তার পরিবারের লোকজন চরম উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন। তিনি এ ধরণের কাল্পনিক অভিযোগে জিডির কারণে ভবিষ্যত নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করেন।
এদিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা শাদমান সাকিবের দায়ের করা জিডির প্রতিবাদে জরুরি সভা করে আগামী মঙ্গলবার জকিগঞ্জ শহরে মানববন্ধনের ডাক দিয়েছে জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের একক সংগঠন জকিগঞ্জ প্রেসক্লাব।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি