সিলেট ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৮
সোনালী সিলেট ডেস্ক :::
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে জাতীয় ঐকফ্রন্ট মনোনীত প্রার্থী খেলাফত মজলিশের মহাসচিব আহমদ আব্দুল কাদের বাচ্চুকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠন।
রোববার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এক প্রতিবাদ সভায় এ ঘোষণা দেওয়া হয়।
সিদ্ধান্ত পরিবর্তন করে জেলা বিএনপির সভাপতি সৈয়দ মো. ফয়সলকে প্রার্থী ঘোষণার দাবি জানান তারা। অন্যথায় গণপদত্যাগের হুমকি দেওয়া হয়।
উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী খাঁনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আল রনি, মো. মাসুক রহমান, গোলাপ খান, উপজেলা বিএনপির সহসভাপতি আরজু মিয়া মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, পারভেজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, যুবদলের সভাপতি এনায়েতউল্লাহ, সাধারণ সম্পাদক কবির চৌধুরী, কৃষক দলের সভাপতি সহিদুল ইসলাম বাবু, স্বেচ্ছাসেবক দলের আহবায় সৈয়দ মো. সোহেল, সিনিয়র যুগ্ম আহবায়ক ফরিদুর রহমান,ছাত্রদলের সভাপতি ইকরাম মির্জা, সাধারণ সম্পাদক মারুফ মিয়া, পৌর ছাত্রদলের আহবায়ক আলমগীর কবিরসহ প্রতিটি ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারন সম্পাদক বক্তব্য রাখেন।
বক্তারা ঐকফ্রন্ট প্রার্থী আহমদ কাদের বাচ্চুকে অবাঞ্ছিত ঘোষণা করে বলেন, জনবিচ্ছিন্ন ও এলাকায় অপরিচিত এক লোককে মনোনয়ন দেয়া হয়েছে। অপর দিকে সৈয়দ মো. ফয়সল দীর্ঘদিন যাবৎ মাঠে থেকে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করেছেন। ত্যাগী এই নেতাকে মনোনয়ন না দেয়ায় দলীয় নেতাকর্মীদের মনে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। বিক্ষুদ্ধ নেতাকর্মীরা কাদের বাচ্চুকে অবাঞ্ছিত ঘোষণা করে গণপদত্যাগের হুমকি দেন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি