আজমিরিগঞ্জে ইউএনও’র নাম্বার ক্লোন করে টাকা দাবি

প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০

আজমিরিগঞ্জে ইউএনও’র নাম্বার ক্লোন করে টাকা দাবি

হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের আজমিরিগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খানের ব্যবহৃত অফিসিয়াল মোবাইল নাম্বার ক্লোন করে টাকা দাবি করেছে একটি দুষ্কৃতকারী চক্র। তারা ওই নাম্বারটি ব্যবহার করে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে টাকা দাবি করছে। পরে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা বিষয়টি নিশ্চিত হতে ওই নাম্বারে কল করে তা রিসিভ করে হতভম্ব হয়ে যান নির্বাহী অফিসার মতিউর রহমান খান। বুধবার (২২ জুলাই) দিনভর এ ঘটনা নিয়ে আলোচনা চলে উপজেলা জুড়ে।

 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘বুধবার হবিগঞ্জের জেলা প্রশাসক আজমিরিগঞ্জে আগমনে বিভিন্ন প্রোগ্রামে ব্যস্ত থাকায় আমার অফিসিয়াল মোবাইল নাম্বার ক্লোন করে কে বা কারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টাকা পাঠানোর কথা বলে। তখন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমার ঐ নাম্বারে কল ব্যাক করলে বিষয়টি শুনে আমি হতভম্ব হয়ে যাই। এ বিষয়ে আমি ওসি সাহেবকে ফোনে জানিয়েছি এবং কেউ যাতে এই ফাঁদে পা না দেন এবং সতর্ক থাকার জন্য আমার ব্যবহৃত অফিসিয়াল সোশ্যাল মিডিয়ার আইডি থেকে একটি পোস্ট দিয়েছি।’

 

এ বিষয়ে আজমিরিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আবু হানিফ বলেন, ‘স্যার আমাকে বিষয়টি ফোনে জানিয়েছেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ শিরোনাম