সিলেট ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ৪ঠা রমজান, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০
সিলেট নগরের দক্ষিণ সুরমার মোমিনখলা নিবাসী মরহুম বশির আহমেদের স্ত্রী, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ, দৈনিক সিলেটের ডাক-এর সাবেক ডেপুটি চীফ রিপোর্টার, সিলেট বারের আইনজীবী মোহাম্মদ তাজ উদ্দিনের মাতা হাজী খায়রুন্নেছার দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (২২ জুলাই) বাদ যোহর নিজ বাড়ি প্রাঙ্গণে তাঁর জানাজার নামা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন মরহুমর নিকট আত্মীয় সিলেট এম.এ.জি ওসমানী মেডিলকেল কলেজ জামে মসজিদের ইমাম মাওলানা আহমদ আলী।
হাজী খায়রুন্নেছা বার্ধক্য জনিত রোগে গত ২১ জুলাই মঙ্গলবার রাত ১১টা ৫৫ মিনিটে নিজ বাড়ি ওয়াহিদ মনজিলে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি ২ ছেলে, ৬ মেয়ে, নাতি-নাতনী সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
জানাজায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ.কে.এম সামীউল আলম, মহানগর আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট শামসুল ইসলাম, সিলেট সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ডের কাউন্সিল, প্যানেল মেয়র-১ তৌফিক বকস লিপন, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুুর রসিদ রেনুু, সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক সিলেটের ডাকের চীফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, সাবেক কোষাধ্যক্ষ খালেদ আহমদ, সাবেক সাহিত্য সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমদ, চ্যানেল এস সিলেট ব্যুরো মঈন উদ্দিন মঞ্জু, দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, স্টাফ রিপোর্টার ইউনুছ চৌধুরী, সাইদ নোমান, নূর আহমদ, চীফ ফটো সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আফতাব আলী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম. আহমদ আলী, বর্তমান সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সহ সাধারণ সম্পাদক নুরুল হক শিপু, কোষাধ্যক্ষ আব্দুল খালিক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শিপন আহমদ, মহানগর আওয়ামীলীগ নেতা হেলাল বকস, ব্যবসায়ী রোটারিয়ান আব্দুল মান্নান, শিক্ষক শামসুল আলম, বিএনপি নেতা লোকমান আহমদ, চ্যানেল এস এর ক্যামেরা পার্সন বেলায়েত আহমদ, শুভ প্রতিদিনের ফটো সাংবাদিক করিম মিয়া প্রমুখ সহ এলাকার সর্বস্তরের মুসল্লিগণ।
মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি’র শোক প্রকাশ :
সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী সিলেট বারের আইনজীবী মোহাম্মদ তাজ উদ্দিন এর মাতা হাজী খায়রুন্নেছা আহমেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তিনি মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ মোহাম্মদ তাজ উদ্দিনের মাতার মৃত্যুতে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি