সিলেটে ধারালো অস্ত্র ও অটোরিকশাসহ ৩ ছিনতাইকারী আটক

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০

সিলেটে ধারালো অস্ত্র ও অটোরিকশাসহ ৩ ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরের বন্দরবাজার ও আম্বরখানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এসময় ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো চাকু ও একটি অটোরিকশা জব্দ করা হয়।

 

পুলিশ জানায়, জনৈক সাইদুল ইসলাম গতকাল মঙ্গলবার (২১ জুলাই) নগরের জিন্দাবাজারস্থ আল আরাফাহ ইসলামী ব্যাংক থেকে ১ লক্ষ চল্লিশ হাজার টাকা উত্তোলন করে প্রয়োজনীয় কেনা-কাটা করেন। পরে বাড়ি ফেরার পথে নগরের আম্বরখানা পয়েন্ট সংলগ্ন হিমেল হোটেলের সামনে রাস্তায় পৌঁছামাত্র ছিনতাইর কবলে পড়েন। চার ছিনতাইকারী তার গতিরোধ করে ধারালো অস্ত্রেরমুখে জিম্মি করে নগদ ১০হাজার টাকাসহ স্যামসাং গ্যালাক্সি এ-২০ এস মডেলের মোবাইল সেট জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালাতে থাকে। এসময় আশপাশের স্থানীয় লোকজনসহ টহলরত পুলিশ ছিনতাইকারীদের ধাওয়া করে তারেক আহমদ(২১) নামের এক ছিনতাইকারীকে আটক করেন। এসময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি ধারালো চাকু ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

 

আটক তারেক আহমদ সিলেট জেলার দক্ষিণ সুরমা থানাধীন মোমিনখলাস্থ জাহাঙ্গীর মিয়ার কলোনীর বাসিন্দা। সে কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল বাজারস্থ দক্ষিণ রনিখাই গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

 

ঘটনার বিষয়ে সাইদুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় (৩১-২১/০৭/২০২০) এজাহার দায়ের করলে তা মামলা হিসেবে রুজু করা হয়।

 

মামলার রুজুর পর গতকাল মঙ্গলবার (২১ জুলাই) কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম মিঞা’র সার্বিক দিক নির্দেশনায় পুলিশের একটি চৌকস দল নগরের বন্দরবাজারস্থ লালবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে রফিকুল ইসলাম সোহাগ (২০) ও শাকিল আহমদ শাকিল (২১)-কে আটক করা হয়।

 

আটককৃত সোহাগ সিলেট জেলার দক্ষিণ সুরমা থানাধীন মেনিখলাস্থ প্রভা ফ্যাক্টরির পাশের বাসিন্দা। সে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পাঁচপীর গ্রামের মো. অপু মিয়া ও মোছা. তাসলিমার ছেলে। অপর আটককৃত শাকিল দক্ষিণ সুরমা উপজেলার চান্দাই মাঝপাড়া গ্রামের সোয়াব আলী ও জাহানারা বেগমের ছেলে।

 

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জ্যোতির্ময় সরকার পিপিএম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ধৃতদের দেহ তল্লাশী করে ছিনতাইকৃত ৫ হাজার দুইশত টাকা উদ্ধার করা হয়েছে। সেই সাথে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ধারালো চাকু ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ শিরোনাম