সিলেট ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ৪ঠা রমজান, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০
কানাইঘাট সংবাদদাতা
সিলেটের কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারীসহ সুরমা নদীর খেয়াঘাট এলাকার মজুদকৃত পাথর পরিবেশ অধিদপ্তর সিলেট কর্তৃক জব্দ করে নিলামে বিক্রির প্রক্রিয়া বাতিলের দাবিতে মিছিল করেছেন কানাইঘাটের পাথর ব্যবসায়ীরা।
শত শত পাথর ব্যবসায়ী ও শ্রমিকরা মাথায় কাফনের কাপড় বেধে বিক্ষোভ মিছিল সহকারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
সোমবার (২০ জুলাই) লোভাছড়া পাথর কোয়ারী ও খেয়াঘাট এলাকার ব্যবসায়ী ও শ্রমিকরা কানাইঘাট পূর্ব বাজারে জমায়েত হন। সেখান থেকে তারা বেলা ২টায় পরিবেশ অধিদপ্তর কর্তৃক পাথর নিলাম প্রক্রিয়া বাতিলসহ কোয়ারী এলাকায় গত শুকনো মৌসুমে উত্তোলনকৃত খরিদকৃত তাদের বৈধ পাথর বিক্রির সুযোগ করে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।
এছাড়া প্রশাসন কর্তৃক পাথর ব্যবসায়ীদের হয়রানী, তাদের পাথর পরিবহনের বাহনের ক্ষতি সাধন বন্ধ সহ নানা ধরনের স্লোগান দিয়ে পাথর ব্যবসায়ী ও শ্রমিকরা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান করে প্রায় ২ ঘণ্টা বিক্ষোভ প্রদর্শন করেন।
এসময় বিশৃঙ্খলা এড়াতে থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম’র নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্যদের সেখানে অবস্থান করতে দেখা যায়।
বিক্ষোভকালে পাথর ব্যবসায়ীরা তাদের বক্তব্যে বলেন, সিলেট পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা পাথর ব্যবসায়ীদের কোন ধররে নোটিশ প্রদান ছাড়াই তাদের মনগড়া ভাবে শুকনো মৌসুমে কোয়ারী থেকে উত্তোলনকৃত বর্তমানে নৌপথে বিক্রি করার জন্য সেখানে এবং খেয়াঘাট এলাকায় রাখা মজুদকৃত হাজার হাজার ঘন ফুট পাথর জব্দ করে সেই বৈধ পাথর অবৈধ বানিয়ে নিলামে বিক্রির জন্য টেন্ডার আহ্বান করায় শত শত পাথর ব্যবসায়ীরা আজ রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন। নিলাম প্রক্রিয়া বাতিল করা না হলে ব্যবসায়ীরা তাদের সমস্ত পুঁজিয়ে হারিয়ে পথে বসবেন এবং যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে পাথর ক্রয় করেছেন তারা নানা ধরনের হয়রানী সহ বড় ধরনের আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হবেন।
এমতাবস্থায় ব্যবসায়ীদের মুজদকৃত বৈধ পাথর বিক্রির সুযোগ সহ হাজার হাজার শ্রমজীবী পাথর শ্রমিকদের কর্মসংস্থান সচল রাখতে অবৈধ পন্থায় পাথর নিলাম প্রক্রিয়া বাতিল করার জন্য তারা খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর তথা সিলেটের ঊর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
লোভাছড়া কোয়ারীতে লাখো শ্রমিক ও ব্যবসায়ীদের কর্মসংস্থানের চাকা সচল রাখতে পাথর পরিবহন ও উত্তোলন ভবিষ্যতে বন্ধ না করার জন্য খেটে খাওয়া মেহনতি মানুষের আশ্রয়স্থল প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ব্যবসায়ী ও পাথর শ্রমিকদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।
বিক্ষোভ প্রদর্শন পরবর্তী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খানের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করে মূলাগুল লোভাছড়া পাথর ব্যবসায়ী সমবায় সমিতি ও মূলাগুল আদর্শ পাথর ব্যবসায়ী সমবায় সমিতি এবং বাংলাদেশ পাথর ব্যবসায়ী সমিতি কানাইঘাট আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ কোয়ারীর কার্যক্রম সচল, পাথর পরিবহন ও নিলাম প্রক্রিয়া বন্ধের দাবিতে লিখিত স্মারক লিপি পেশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, সহ-সভাপতি জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন, অর্থ সম্পাদক লোভাছড়া কোয়ারীর পাথর ব্যবসায়ী তমিজ উদ্দিন মেম্বার, জেলা পরিষদের ১৫ নং ওয়ার্ড সদস্য পাথর ব্যবসায়ী আলমাছ উদ্দিন, কানাইঘাট বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক পাথর ব্যবসায়ী আব্দুল হেকিম শামীম, কানাইঘাট আঞ্চলিক পাথর ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, মূলাগুল আদর্শ পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি নাজিম উদ্দিন, মূলাগুল লোভাছড়া পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, বাংলাদেশ পাথর ব্যবসায়ী সমিতি কানাইঘাট আঞ্চলিক শাখার উপদেষ্টা ফরিদ আহমদ ডিলার, হাবিব আহমদ মেম্বার, উপজেলা যুবলীগের আহ্বায়ক এনামুল হক, সমিতির সভাপতি আব্দুল মালিক মানিক, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যবসায়ী খাজা শামীম আহমদ শাহিন সহ পাথর ব্যবসায়ী ও কোয়ারীর পাথর শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি