সিলেট ২৫শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০
ফাইল ছবি
সোনালী সিলেট ডেস্ক
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সৌদি আরবের ৮৪ বছর বয়সী বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ। তাকে রাজধানী রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সোমবার (২০ জুলাই) এক প্রতিবেদনে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ নিউজ জানিয়েছে।
সংবাদ সংস্থাটি জানায়, ওই হাসপাতালে বাদশাহ সালমানের শারীরিক পরীক্ষা করা হচ্ছে। তবে, তার শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি প্রতিবেদনে।
দেশটির বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, পিত্তাশয়ের প্রদাহের কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালে বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের সিংহাসনে আরোহন করেন সালমান। এর আগে দীর্ঘ ৫০ বছর তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১২ সালে তিনি দেশটির যুবরাজ ও উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পান। বাদশাহ হিসেবে দায়িত্বগ্রহণের আগ পর্যন্ত এই পদেই আসীন ছিলেন তিনি।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি