সৌদি বাদশাহ সালমান হাসপাতালে

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০

সৌদি বাদশাহ সালমান হাসপাতালে

ফাইল ছবি


সোনালী সিলেট ডেস্ক
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সৌদি আরবের ৮৪ বছর বয়সী বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ। তাকে রাজধানী রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সোমবার (২০ জুলাই) এক প্রতিবেদনে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ নিউজ জানিয়েছে।

 

সংবাদ সংস্থাটি জানায়, ওই হাসপাতালে বাদশাহ সালমানের শারীরিক পরীক্ষা করা হচ্ছে। তবে, তার শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি প্রতিবেদনে।

 

দেশটির বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, পিত্তাশয়ের প্রদাহের কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

 

উল্লেখ্য, ২০১৫ সালে বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের সিংহাসনে আরোহন করেন সালমান। এর আগে দীর্ঘ ৫০ বছর তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১২ সালে তিনি দেশটির যুবরাজ ও উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পান। বাদশাহ হিসেবে দায়িত্বগ্রহণের আগ পর্যন্ত এই পদেই আসীন ছিলেন তিনি।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম