সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ | ৯ই রজব, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০
কানাইঘাট সংবাদদাতা
সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়ায় অবৈধভাবে পাথর উত্তোলনে থাবা বসিয়েছে জেলা প্রশাসন। ধ্বংস করে দিয়েছে অবৈধভাবে পাথর উত্তোলন, ভাঙা ও পরিবহনের কাজে ব্যবহার্য কোটি টাকার যন্ত্রাংশ। এতে মাথায় হাত পড়েছে পরিবেশ ধ্বংসকারীদের। তারা চলতি বর্ষা মৌসুমকে কাজে লাগিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন করে তা নদী পথে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতো। জেলা প্রশাসনের আকষ্মিক অভিযানে ব্যস্তে গেছে তাদের ৫০ কোটি টাকার পাথর। অন্তত এই অভিযানকে নিজেদের জন্য অশনি সংকেত মনে করছেন এসব ব্যবসায়ীরা।
শনিবার (১৮ জুলাই) লোভাছড়ায় অভিযান পরিচালনা করে সিলেট জেলা প্রশাসন। অভিযানে পাথর উত্তোলন, ভাঙা ও পরিবহনের কাজে ব্যবহার্য কোটি টাকার যন্ত্রাংশ ধ্বংস ও বিকল করেছে প্রশাসন। একই সাথে প্রায় ৫০ কোটি টাকার পাথর জব্দ করা হয়েছে।
এসময় অবৈধভাবে ক্রাশার মেশিন স্থাপন ও অবৈধ পাথর পরিবহনের জন্য ৬৪ টি ক্রাশার মেশিন, ৫৫টি শ্যালো ইঞ্জিন ধ্বংস করা হয় এবং পাথর পরিবহনের জন্য ৬৭টি বাল্কহেড জাহাজ বিকল করা হয়। সেই সাথে এক কোটি ঘনফুট পাথর জব্দ করেছে প্রশাসন। যার বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা।
শনিবার (১৮ জুলাই) কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মাহবুবুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সজিব আহমদ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মেজবাহ উদ্দিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত সকলকে অবৈধভাবে পাথর উত্তোলন বন্দের নির্দেশ দিয়ে প্রশাসনের পক্ষ থেকে কঠোর হুশিয়ারি প্রদান করা হয়। একই সাথে সময়ে সময়ে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি