শ্রীমঙ্গলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০

শ্রীমঙ্গলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

শ্রীমঙ্গল সংবাদদাতা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) শ্রীমঙ্গল সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

 

নিহত দুই শিশু হলো- পশ্চিম ভাড়াউড়া গ্রামের ফারুক মিয়ার মেয়ে মারিয়া (৫) ও মধু মিয়ার মেয়ে রেশমী (৫)।

 

পুলিশ ও পরিবারের বরাত দিয়ে আমাদের সংবাদদাতা জানান, মৃত মারিয়া ও রেশমী বিকেলে ঘরের পাশে খেলছিলো। সন্ধ্যা হয়ে যাওয়ার পরও তারা ঘরে ফিরে না আসলে তাদের খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। একপর্যায়ে তাদের বাড়ির পাশের পুকুরে মৃত শিশু দুটির মরদেহ ভেসে ওঠে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, মৃত শিশু দুটির পরিবার যদি আবেদন করে তাহলে মরদেহ ময়না তদন্ত ছাড়া দাফন করার জন্য প্রক্রিয়া গ্রহণ করা হবে। নিহত শিশুদের পিতা উভয়েই পেশায় রিকশা চালক।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ শিরোনাম