সিলেট ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ৭ই রমজান, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০
নিজস্ব প্রতিবেদক
সিলেট বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন (৪০) হত্যা মামলায় মো. তারেক আহমদ নামে আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারেক ওই হত্যাাকাণ্ডের সাথে জড়িত ছিল মর্মে দায় স্বীকারে করে আদালতে জবানবন্দি দিয়েছে বলে থানা পুলিশ গণমাধ্যমকে নিশ্চিক করে।
এরআগে গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় দক্ষিণ সুরমার বরইকান্দি থেকে তারেককে গ্রেপ্তার করে পুলিশ।
আজ বুধবার (১৫ জুলাই) সিলেট মহানগর হাকিম সাইফুর রহমানের আদালতে এই জবানবন্দি দেন তারেক। তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আফজল মিয়ার ছেলে এবং সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দির বর্তমান বাসিন্দা।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, আদালতে তারেক জানিয়েছেন, রিপনের হত্যাকারীদের নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে তিনি ঘটনাস্থলে যান। এরপর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ওই সময় তার সঙ্গে থাকা ব্যক্তিদের নামও বলেছেন তারেক। তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
প্রসঙ্গত, গত ১০ জুলাই রাতে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে শ্রমিক নেতা রিপনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। তিনি দক্ষিণ সুরমার খোজারখলা এলাকার আবিল হোসেনের ছেলে। মো. তারেক আহমদকে গ্রেপ্তারের আগে এই হত্যা মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জেলহাজতে আছেন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রকাশক ও সম্পাদক : মোঃ তাজুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক : নাঈমুর রহমান নাঈম
উপদেষ্টা : উস্তার আলী
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রধান কার্যালয় : সামসুদ্দিন মার্কেট,(২য় তলা) পুরাতন পুলের মুখ ভার্থখলা,দক্ষিণ সুরমা সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০২৯৯৬৬৩২৩০১
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি