সিলেট ১৯শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৬ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০
গোলাপগঞ্জ সংবাদদাতা
সিলেটের গোলাপগঞ্জে ট্যাংকির পানি পান করে অন্তত ৮ জন অসুস্থ হয়েছেন। আজ বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের মর্তুজ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় বুধবার সকালেও তারা ট্যাংকির পানি পান করেন। কিছু সময় পর একজন দু’জন করে ৮ জনেরই অবস্থা খারাপ হতে থাকে। প্রথমে বিষয়টিকে পাত্তা না দিলেও পরে তাদের অবস্থা আরও বেগতিক হয়ে ওঠে। একপর্যায়ে পানিতে বিষক্রিয়া থাকতে পারে এমনটি ভেবে দ্রæত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা।
অসুস্থরা হলেন- মর্তুজ আলী (৪৫), ফজলুল হক (৫৬), আসমা বেগম (৪৫), নিলুফা বেগম (৩৩), শামীম আহমদ (২৩), সামাদ আহমদ (২৩), সাজেদা বেগম (১৪) ও সোমা বেগম (১৪)।
স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানান, পানিতে কেউ হয়তো ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। এজন্য এই পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েছেন।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো হারুনুর রশিদ চৌধুরী বলেন, আমরা বিষয়টি শুনেছি। তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি